
তিন কারণে চলতি সপ্তাহে রাজধানীর সড়কগুলোতে যানজট হতে পারে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ট্রাফিক) এস এম মেহেদী হাসান। তিনি বলেন, এ সপ্তাহে তিন দিন এইচএসসি পরীক্ষা আছে।
সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রা রয়েছে। এছাড়াও মুসলিম ধর্মালম্বীদের আশুরার তাজিয়া মিছিল হবে।
এসব কারণে এ সপ্তাহ পুরোটাই যানজট থাকবে। তবে যানজট নিরসন ও জনদুর্ভোগ এড়াতে ট্রাফিক বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
শনিবার (১৩ জুলাই) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিএমপি ট্রাফিক বিভাগের যুগ্ম কমিশনার এস এম মেহেদী হাসান। তিনি বলেন, এইচএসসি পরীক্ষা চলছে।
এ সপ্তাহে তিনটি পরীক্ষা আছে। পাশাপাশি আগামীকাল সপ্তাহের প্রথম কর্মদিবস। প্রথম কর্মদিবসে সড়কে মানুষের চলাচল বাড়ে। এছাড়া ১৫ জুলাই উল্টো রথযাত্রা। এদিন সনাতন ধর্মাবলম্বীরা রাস্তায় বের হবেন। সারা শহরে তাদের গমনাগমন বৃদ্ধি পাবে। ১৭ জুলাই আশুরা, তাজিয়া মিছিল আছে। এই সময়টাতে যানজট বাড়ার শঙ্কা রয়েছে। পাশাপাশি কোটা সংস্কার আন্দোলনও চলছে। সবকিছু মিলিয়ে এ সপ্তাহের চ্যলেঞ্জগুলো সামনে রেখে প্রতিটি বিভাগের উপকমিশনার তাদের মতো করে ট্রাফিক ম্যনেজমেন্টের ক্ষেত্রে জনভোগান্তি কমাতে কাজ করছেন।
রেডিওটুডে/এমএমএইচ