জরুরিভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। সব দল ও অংশীজনের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
সোমবার (৫ আগস্ট) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা জানান।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, জরুরিভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব দল ও অংশীজনের সঙ্গে আলোচনা করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে।বর্তমান সংসদ বিলুপ্ত করা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী অনতিবিলম্বে বর্তমান সংসদ বিলুপ্ত করা হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীসহ বিভিন্ন মিথ্যা মামলায় আটকসহ সব বন্দিকে মুক্তি দেওয়া হবে, বলেন রাষ্ট্রপতি। হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে মো. সাহাবুদ্দিন বলেন, যারা হত্যা ও সহিংসতার সঙ্গে জড়িত, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হবে।
এ ছাড়া কোটা সংস্কার আন্দোলনে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং আহতদের সুচিকিৎসার প্রয়োজনীয় সব সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি। খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে মো. সাহাবুদ্দিন বলেন, বঙ্গভবনের বৈঠকে সর্বসম্মতিক্রমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এমএমএইচ/রেডিওটুডে