পাঁচ সংস্কার কমিশনের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন

মঙ্গলবার,

২১ অক্টোবর ২০২৫,

৬ কার্তিক ১৪৩২

মঙ্গলবার,

২১ অক্টোবর ২০২৫,

৬ কার্তিক ১৪৩২

Radio Today News

পাঁচ সংস্কার কমিশনের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:০০, ২৭ মার্চ ২০২৫

Google News
পাঁচ সংস্কার কমিশনের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন

পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। যার মধ্যে রয়েছে নারী বিষয়ক সংস্থার কমিশন, শ্রম সংস্কার কমিশন, স্থানীয় সরকার সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন ও স্বাস্থ্য সংস্কার কমিশন।

এই সংস্কার কমিশনগুলোর মেয়াদ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে বৃহস্পতিবার (২৭ মার্চ ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে গত ১৮ নভেম্বর এ পাঁচ সংস্কার কমিশন গঠন করে সরকার। কমিশনগুলোকে প্রতিবেদন দাখিলের জন্য তিন মাস সময় দেয়া হয়েছিল। সেই মেয়াদ শেষ হয়েছে ১৭ ফেব্রুয়ারি। এরপর আবার মেয়াদ বাড়িয়ে ৩১ মার্চ পর্যন্ত করা হয়।

কমিশনগুলোর মেয়াদ বাড়ানোর প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিশনগুলোর কাজ সুসম্পন্ন করার স্বার্থে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বর্ধিত সময় দেয়া হলো।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের