বৃহস্পতিবার,

০৭ আগস্ট ২০২৫,

২৩ শ্রাবণ ১৪৩২

বৃহস্পতিবার,

০৭ আগস্ট ২০২৫,

২৩ শ্রাবণ ১৪৩২

Radio Today News

আমরা দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করলাম,প্রথম কাজ সুষ্ঠু নির্বাচন: প্রধান উপদেষ্টা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:১৯, ৭ আগস্ট ২০২৫

আপডেট: ১৫:২০, ৭ আগস্ট ২০২৫

Google News
আমরা দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করলাম,প্রথম কাজ সুষ্ঠু নির্বাচন: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, গত ৫ আগস্ট আমরা সরকারের প্রথম অধ্যায় শেষ করেছি। আজ থেকে আমরা দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করলাম। দ্বিতীয় অধ্যায়ের প্রথম কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করা।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, প্রধান উপদেষ্টা ঘোষিত দ্বিতীয় কাজ হলো সংস্কার, আর তৃতীয় কাজ হলো বিচার প্রক্রিয়া। সবগুলো সমানভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।

বৈঠকে হওয়া সিদ্ধান্তের বিষয়ে প্রেস সচিব বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সংখ্যা বাড়ানো হবে। এখন আছে ৮ লাখ। আরও ৫০ হাজার বাড়বে। সেনাবাহিনীর সদস্য ৬০ হাজার থেকে বাড়ানো হবে।

প্রেস সচিব জানান, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে। অন্তর্বর্তী সরকারের দেশ পরিচালনার জন্য সেনাবাহিনী এখনও মাঠে মোতায়েন রয়েছে। সুষ্ঠু নির্বাচনে জন্য মাঠ প্রশাসন যাতে সঠিকভাবে কাজ করে সে ব্যাপারে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।

শফিকুল আলম আরও বলেন, আজকে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টার নির্দেশনা এটাই ছিল যাতে উপদেষ্টারা নিজেদের জায়গা থেকে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের