
বাংলাদেশে ৫জি প্রযুক্তি বিস্তারে এবং তথ্য কেন্দ্র খাতে বিনিয়োগে মালয়েশিয়ান টেলিকম প্রতিষ্ঠান আজিয়াটাকে আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১২ আগস্ট) কুয়ালালামপুরে আজিয়াটা গ্রুপের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশের অর্থনীতি দ্রুত সম্প্রসারণের পথে রয়েছে, এবং এ অবস্থায় উচ্চগতির ইন্টারনেট নিশ্চিত করা দেশের ডিজিটাল খাত ও বৈশ্বিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে অপরিহার্য। তিনি জানান, সরকার বর্তমানে টেলিযোগাযোগ খাতে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির জন্য লাইসেন্সিং প্রক্রিয়ায় সংস্কার আনছে যাতে শীর্ষস্থানীয় অপারেটররা সহজে তাদের সেবা বিস্তার করতে পারে।
আজিয়াটা বেরহাদের গ্রুপ সিইও বিবেক সোদ জানান, বাংলাদেশে ইতোমধ্যে ৫জি পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করেছে তাদের অধীনস্থ মোবাইল অপারেটর রবি। তবে তিনি বলেন, দেশে পূর্ণাঙ্গ ৫জি বাস্তবায়নের জন্য ফাইবার অপটিক নেটওয়ার্ক সম্প্রসারণ জরুরি। বিবেক সোদ আরও জানান, সাম্প্রতিক বছরগুলোতে রবি বাংলাদেশে বছরে প্রায় ২০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে এবং ৫জি খাতে আরও বিনিয়োগে তারা আগ্রহী রয়েছে। তবে তিনি উল্লেখ করেন, উচ্চমূল্যের স্পেকট্রাম ফি এবং খণ্ডিত লাইসেন্সিং নীতিমালার কারণে বিদেশি বিনিয়োগকারীদের সিদ্ধান্ত গ্রহণে জটিলতা তৈরি হয়।
তিনি জানান, আজিয়াটা বাংলাদেশে তথ্যকেন্দ্র খাতে যৌথ উদ্যোগে বিনিয়োগে আগ্রহী এবং এ বিষয়ে সম্ভাব্য অংশীদারদের সঙ্গে আলোচনাও করছে। বৈঠকে অধ্যাপক ইউনূস বলেন, সরকারি নীতিনির্ধারক ও বেসরকারি খাতের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা ও বোঝাপড়া গড়ে তোলা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
বৈঠকে আজিয়াটা গ্রুপের চেয়ারম্যান ও নন-এক্সিকিউটিভ ডিরেক্টর শাহরিল রিজা রিদজুয়ান নেতৃত্ব দেন। এসময় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, জ্বালানি উপদেষ্টা ড. ফাওজুল কবীর খান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকি, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং প্রধান উপদেষ্টার এসডিজি–বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।
আজিয়াটা প্রতিনিধি দলে আরও ছিলেন গ্রুপ চিফ রেগুলেটরি ও গভর্নমেন্ট অ্যাফেয়ার্স অফিসার ফুং চি কিয়ং এবং গ্রুপের চিফ বিজনেস ও টেকনোলজি অফিসার থমাস হুন্ডট।
রেডিওটুডে নিউজ/আনাম