
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ ‘প্যাসিফিক অ্যাঞ্জেল ২৫’ মহড়ার মধ্য দিয়ে প্রতিরক্ষা ও মানবিক অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করেছে। মহড়ায় সাত দিনব্যাপী বহুপাক্ষিক কর্মসূচিতে মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রামের জহুরুল হক সেনানিবাসে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সাথে মহড়াটি পরিদর্শন করেন। এ মহড়া দুই দেশের ক্রমবর্ধমান সহযোগিতার প্রমাণ বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ মহড়ায় যুক্তরাষ্ট্রের ৯২ জন এবং বাংলাদেশ বিমানবাহিনীর ৯০ জন সদস্য অংশ নিচ্ছেন। পাশাপাশি শ্রীলঙ্কা বিমানবাহিনীর দুইজন চিকিৎসাকর্মী, ওরেগন এয়ার ন্যাশনাল গার্ডসহ আঞ্চলিক অংশীদাররা অংশগ্রহণ করছেন।
কর্মসূচির পুরো সময় জুড়ে উভয় দেশের সেনারা যৌথভাবে চিকিৎসা প্রস্তুতি, বিমান নিরাপত্তা, প্রকৌশল সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ ও কার্যক্রমে অংশ নেবে।
মার্কিন দূতাবাস জানায়, ‘প্যাসিফিক অ্যাঞ্জেল ২৫’ মহড়াটি প্রতিরক্ষা সহযোগিতা এবং মানবিক প্রস্তুতিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রতিশ্রুতিকে তুলে ধরে। এটি ভবিষ্যতের সংকট মোকাবেলায় দুই দেশের যৌথ সক্ষমতা আরও শক্তিশালী করবে।
বাস্তবসম্মত সংকটের অনুসরণে করা এই মহড়া আঞ্চলিক স্থিতিস্থাপকতা জোরদার, পারস্পরিক কার্যক্ষমতা বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে দীর্ঘমেয়াদি নিরাপত্তা সহযোগিতা আরও সুসংহত করার লক্ষ্যে কাজ করবে।
দূতাবাস আরও জানিয়েছে, এ কর্মসূচি আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবিলা সক্ষমতা বৃদ্ধিতে ওয়াশিংটন ও ঢাকার টেকসই অংশীদারিত্বকে প্রতিফলিত করে।
রেডিওটুডে নিউজ/আনাম