বলিউড হোক বা টালিউড- কাস্টিং কাউচের শিকড় ছড়িয়ে রয়েছে সর্বত্র। অনেক সময় কাজের সুযোগের নামে যৌন হয়রানির শিকার হন উঠতি মডেল ও নায়িকারা। এমন ঘটনা থেকে ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠিত নায়িকারাও কখনও কখনও রেহাই পান না। টালিউডের প্রতিষ্ঠিত নায়িকা পায়েল সরকারও সেই অভিজ্ঞতার শিকার হয়েছেন।
একসময় টালিউডের বাণিজ্যিক সিনেমায় নিয়মিত মুখ ছিলেন পায়েল। দেবের সঙ্গে তার জুটি ছিল ব্লকবাস্টার হিট। ‘আই লাভ ইউ’, ‘লে ছক্কা’, ‘প্রেম আমার’ সুপারহিট সিনেমা রয়েছে তাঁর ঝুলিতে। সেই পায়েল এবার কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন।
এক পডকাস্টে পায়েল বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রির একজন প্রযোজক আমার কাছে নির্দিষ্ট কিছু সুবিধা দাবি করেছিলেন।’ সঞ্চালক তখন স্পষ্টভাবে জানতে চান- যৌন সুবিধা? জবাবে কোনোরকম রাখঢাক না রেখে পায়েল বলেন, ‘হ্যাঁ, সেটাই।’
পায়েল জানান, তখন তার ক্যারিয়ারের খারাপ সময় চলছিল। ঠিক সেই সুযোগটাই নেন ওই প্রযোজক।
প্রযোজকের নাম উল্লেখ না করে পায়েল বলেন, “আমি তার প্রস্তাবে রাজি না হলে তিনি সোশ্যাল মিডিয়ায় আমাকে নিয়ে অনেক খারাপ কথা লিখেছিলেন। আমার ছবির ওপর ক্রসমার্ক দিয়ে বাজে মন্তব্য করতেন। তখন আমি পুরো সাইকো হয়ে গিয়েছিলাম। কিছুদিন চুপ থাকার পর আবার কাজে ফিরি। এরপর ‘প্রেম আমার’ ও ‘লে ছক্কা’ সিনেমায় অভিনয় করি। দু’টি সিনেমাই সুপারহিট হয়। মনে আছে, এক বছরের ব্যবধানে দু’টি ছবির শুটিং হয়েছিল।”
সমাজে এখনও অনেক পুরুষ নারীর ‘না’–কে সম্মান করতে শেখেনি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী বলেন, “একজন নারী কোথাও গিয়ে ‘না’ শব্দটা বলছে মানে সে নিজের জায়গা হারানোর তম অবস্থায় পড়ছে। আমাদের এখানে মেয়েদের ‘না’ বলাকে অনেক পুরুষই ইগোতে নেয়- সে ইন্ডাস্ট্রির মানুষ হোক বা বাইরে।”
একসময় পায়েলের সঙ্গে পরিচালক রাজ চক্রবর্তীর সম্পর্ক নিয়ে জোর আলোচনা হয়েছিল। ‘বোঝে না সে বোঝে না’ সিনেমার পর সম্পর্ক ভেঙে যায়। ৪০ বছর পেরোলেও এখনও বিয়ে করেননি পায়েল; অভিনয় নিয়েই আছেন।
পায়েলের সর্বশেষ সিনেমা ‘দ্য অ্যাকাডেমি অব ফাইন আর্টস’ মুক্তি পায় ১৪ নভেম্বর। ৫৪টি দৃশ্য পরিবর্তনের পর সিনেমা অ্যাডাল্ট সনদ দেয় সার্টিফিকেশন বোর্ড। সাম্প্রতিক সময়ে এত দৃশ্য বাদ পড়ার পরও ‘অ্যাডাল্ট’ সনদ পাওয়া-এমন ঘটনা কলকাতার সিনেমায় দেখা যায়নি।
এতে পায়েল সরকারের পাশাপাশি অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, সৌরভ দাস, ঋষভ বসু, অনুরাধা মুখোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায়, অমিত সাহা, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়, অঞ্জন রায় চৌধুরী, রানা বসু ঠাকুরসহ অনেকে। সূত্র: হিন্দুস্থান টাইমস
রেডিওটুডে নিউজ/আনাম

