আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের ভূমিকম্পের খবর

শুক্রবার,

২১ নভেম্বর ২০২৫,

৭ অগ্রাহায়ণ ১৪৩২

শুক্রবার,

২১ নভেম্বর ২০২৫,

৭ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের ভূমিকম্পের খবর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:২৫, ২১ নভেম্বর ২০২৫

Google News
আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের ভূমিকম্পের খবর

রাজধানী ঢাকাসহ সারাদেশে শুক্রবার (২১ নভেম্বর) সকালে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত হওয়া ৫ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। আকস্মিক এই দুর্যোগে ঢাকাসহ সারাদেশে এখন পর্যন্ত ১০ জন নিহত এবং বহু মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।

তীব্র এই ভূমিকম্পের খবর তাৎক্ষণিকভাবে গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। সংবাদ সংস্থা রয়টার্স ও আনাদোলু এজেন্সি ছাড়াও আল-জাজিরা, এবিসি নিউজ, ডয়চে ভেলে, আল আরাবিয়া, টিআরটি ওয়ার্ল্ড, দ্য ডন, ডেইলি সাবাহসহ বিশ্বজুড়ে বহু সংবাদমাধ্যম এই খবর প্রকাশ করেছে।

আল-জাজিরা তাদের প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের রাজধানী ঢাকা এবং অন্যান্য বড় শহরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার উৎপত্তিস্থল ছিল নরসিংদীর কাছে।

ডয়চে ভেলে লিখেছে, শক্তিশালী এই ভূমিকম্পের কম্পন ভারত ও বাংলাদেশের বিশাল এলাকায় অনুভূত হয়েছে, যা আঞ্চলিক উদ্বেগ বাড়িয়েছে।

রয়টার্স দ্রুততার সঙ্গে নিহতের সংখ্যা এবং ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার প্রাথমিক খবর প্রকাশ করে।

এছাড়াও, এই ভূমিকম্পের তীব্রতা প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাতেও অনুভূত হয়েছে। হিন্দুস্তান টাইমস, এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দুসহ ভারতীয় বিভিন্ন গণমাধ্যমও বাংলাদেশে সংঘটিত ভূমিকম্পের খবর জানিয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের