ভোট ডাকাতির চেষ্টা করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে: গোলাম পরওয়ার

শুক্রবার,

২১ নভেম্বর ২০২৫,

৭ অগ্রাহায়ণ ১৪৩২

শুক্রবার,

২১ নভেম্বর ২০২৫,

৭ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

ভোট ডাকাতির চেষ্টা করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে: গোলাম পরওয়ার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৩৬, ২১ নভেম্বর ২০২৫

আপডেট: ১৭:৩৮, ২১ নভেম্বর ২০২৫

Google News
ভোট ডাকাতির চেষ্টা করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে: গোলাম পরওয়ার

আসন্ন নির্বাচনে সরকার ও প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। অপপ্রচার করে দাঁড়িপাল্লার জোয়ার থামানো যাবে না বলেও মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার শাহপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ছাত্র গণজমায়েতে এসব কথা বলেন পরওয়ার।

তিনি বলেন, আসন্ন নির্বাচনে সরকার ও প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে। পক্ষপাতিত্ব ও ভোট ডাকাতির চেষ্টা করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে।

জামায়াতের সেক্রেটারি বলেন, ‘অনেকেই টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। দুর্নীতির টাকা দিয়ে সত্যের সৈনিকদের বিবেক কেনা যাবে না।’

জামায়াত জান্নাতের টিকিট বিক্রি করে এমন অপপ্রচার চালানো হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, ভয়-ভীতি, টাকার খেলা ও অপপ্রচার করে দাঁড়িপাল্লার জোয়ার থামানো যাবে না।

নির্বাচন সফল করতে দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনের প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন।

গণজমায়েতে বিশেষ অতিথির বক্তব্য দেন— ডাকসুর ভিপি সাদিক কায়েম ও জাকসুর জিএস মাজহারুল ইসলাম।

অন্যান্য বক্তারা বলেন, আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী সরকার গঠন করে ‘একটি নতুন রাষ্ট্র’ গড়ে তুলতে চায়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের