বেইজিংয়ে চালু হতে যাচ্ছে শহরটির অষ্টম রেলওয়ে স্টেশন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দেশটির পরিবহন কর্তৃপক্ষ জানায়, রাজধানীর থংচৌ জেলায় নির্মিত বেইজিং সাব-সেন্টার স্টেশন এ বছরের শেষেই চালু হবে।
শহরের আটটি রেলস্টেশনই এখন মেট্রোর সঙ্গে সংযুক্ত, যা রাজধানীর ভেতরে যাতায়াতকে আরও সহজ করেছে।
সাম্প্রতিক বছরগুলোতে আঞ্চলিক রেল যোগাযোগেও বড় অগ্রগতি হয়েছে। চালু হয়েছে বেইজিং–হারবিন হাই-স্পিড রেললাইন, বেইজিং–সিওং’আন ইন্টারসিটি লাইন এবং বেইজিং–থিয়েনচিন ইন্টারসিটি রেলপথে ইয়িচুয়াং স্টেশন। এর ফলে বেইজিং–থিয়েনচিন–হ্যপেই অঞ্চলে ১ থেকে দেড় ঘণ্টায় যাতায়াত করা যাচ্ছে।
রেডিওটুডে নিউজ/আনাম

