চালু হচ্ছে বেইজিংয়ের অষ্টম রেলওয়ে স্টেশন

শুক্রবার,

২১ নভেম্বর ২০২৫,

৭ অগ্রাহায়ণ ১৪৩২

শুক্রবার,

২১ নভেম্বর ২০২৫,

৭ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

চালু হচ্ছে বেইজিংয়ের অষ্টম রেলওয়ে স্টেশন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৩৪, ২১ নভেম্বর ২০২৫

Google News
চালু হচ্ছে বেইজিংয়ের অষ্টম রেলওয়ে স্টেশন

বেইজিংয়ে চালু হতে যাচ্ছে শহরটির অষ্টম রেলওয়ে স্টেশন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দেশটির পরিবহন কর্তৃপক্ষ জানায়, রাজধানীর থংচৌ জেলায় নির্মিত বেইজিং সাব-সেন্টার স্টেশন এ বছরের শেষেই চালু হবে।

শহরের আটটি রেলস্টেশনই এখন মেট্রোর সঙ্গে সংযুক্ত, যা রাজধানীর ভেতরে যাতায়াতকে আরও সহজ করেছে।

সাম্প্রতিক বছরগুলোতে আঞ্চলিক রেল যোগাযোগেও বড় অগ্রগতি হয়েছে। চালু হয়েছে বেইজিং–হারবিন হাই-স্পিড রেললাইন, বেইজিং–সিওং’আন ইন্টারসিটি লাইন এবং বেইজিং–থিয়েনচিন ইন্টারসিটি রেলপথে ইয়িচুয়াং স্টেশন। এর ফলে বেইজিং–থিয়েনচিন–হ্যপেই অঞ্চলে ১ থেকে দেড় ঘণ্টায় যাতায়াত করা যাচ্ছে।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের