চীনে পেরোভস্কাইট সৌরকোষে বড় অগ্রগতি

বৃহস্পতিবার,

২০ নভেম্বর ২০২৫,

৬ অগ্রাহায়ণ ১৪৩২

বৃহস্পতিবার,

২০ নভেম্বর ২০২৫,

৬ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

চীনে পেরোভস্কাইট সৌরকোষে বড় অগ্রগতি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৪২, ২০ নভেম্বর ২০২৫

Google News
চীনে পেরোভস্কাইট সৌরকোষে বড় অগ্রগতি

চীনা বিজ্ঞানীরা পেরোভস্কাইট সৌরকোষের দক্ষতা ও স্থায়িত্ব—দুটি ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ উন্নতি অর্জনের কথা জানিয়েছেন। গবেষকদের মতে, এই সাফল্য প্রযুক্তিটিকে বৃহৎ পরিসরে শিল্পায়নের আরও কাছাকাছি নিয়ে যাবে।

চায়নিজ অ্যাকাডেমি অব সায়েন্সেসের ইনস্টিটিউট অব সেমিকন্ডাক্টরসের অধ্যাপক ইয়ৌ চিংবির নেতৃত্বে গবেষক দল জানায়, বিশেষ একটি বাড়তি উপদান যোগ করে পেরোভস্কাইট সৌরকোষের দক্ষতা ২৭.২ শতাংশে উন্নীত করা গেছে। পাশাপাশি, টানা ১,৫২৯ ঘণ্টা মানসম্মত সূর্যালোকে সর্বোচ্চ শক্তিতে চালানোর পরও কোষগুলো তাদের প্রাথমিক দক্ষতার ৮৬.৩ শতাংশ ধরে রাখতে পেরেছে, যা স্থায়িত্ব বৃদ্ধির বড় লক্ষণ। গবেষণাটি প্রকাশিত হয়েছে সায়েন্স জার্নালে।

পেরোভস্কাইট সৌরকোষ হলো পরবর্তী প্রজন্মের ফটোভোলটাইক প্রযুক্তি। এগুলো কম খরচে তৈরি করা যায়। গত ১৬ বছরে এর দক্ষতা ৩.৮ শতাংশ থেকে বেড়ে ২৬ শতাংশে পৌঁছেছে। তবে উচ্চমানসম্পন্ন ও স্থিতিশীল পাতলা ফিল্ম তৈরি করা এখনও একটি চ্যালেঞ্জ।

গবেষকেরা জানান, প্রচলিত অ্যাডিটিভ মিথাইলঅ্যামোনিয়াম ক্লোরাইড ব্যবহার করলে ক্লোরাইড অসমভাবে জমা হয় এবং চার্জ প্রবাহে বাধা সৃষ্টি করে। এটি সমাধানে ফিল্ম তৈরির সময় অ্যালকালি মেটাল অক্সালেট যোগ করেন চীনা বিজ্ঞানীরা। এই যৌগগুলো পটাসিয়াম ও ক্লোরাইড আয়নকে বেঁধে রাখে, ফলে ক্লোরিন এলোমেলোভাবে ছড়িয়ে পড়তে পারে না এবং ফিল্মে সমানভাবে বিতরণ হয়।

এতে যে পেরোভস্কাইট স্তর তৈরি হয়, তার ক্যারিয়ার বা বাহক ইলেকট্রনের চার্জ-আয়ু বেড়ে পৌঁছেছে ২০ মাইক্রোসেকেন্ডে। অর্থাৎ এতে আরও বেশি চার্জ স্থানান্তর হতে পারে। 
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের