মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া রায়কে জুলাই অভ্যুত্থানে ভুক্তভোগীদের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছে জাতিসংঘ। তবে, কোনো পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডকে সমর্থন করে না বলেও জানায় সংস্থাটি।
সোমবার জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার রায় প্রকাশের পর জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের মুখপাত্র রাভিনা শামদাসানি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘জাতিসংঘ বিচার প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত না থাকলেও এ ধরনের মানবতাবিরোধী অভিযোগের ব্যাপারে বরাবরই আন্তর্জাতিক মানদণ্ড ও ন্যায়বিচার নিশ্চিতের কথা বলে এসেছে।’
রায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের শাস্তি হওয়া দুঃখজনক উল্লেখ করে বলেন, কোনো প্রেক্ষাপটেই মৃত্যুদণ্ডের পক্ষে নন তারা।
রেডিওটুডে নিউজ/আনাম

