তত্ত্বাবধায়ক পুনর্বহালের রায় বিএনপির আন্দোলনের সফলতা: আমির খসরু

বৃহস্পতিবার,

২০ নভেম্বর ২০২৫,

৬ অগ্রাহায়ণ ১৪৩২

বৃহস্পতিবার,

২০ নভেম্বর ২০২৫,

৬ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

তত্ত্বাবধায়ক পুনর্বহালের রায় বিএনপির আন্দোলনের সফলতা: আমির খসরু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:২২, ২০ নভেম্বর ২০২৫

Google News
তত্ত্বাবধায়ক পুনর্বহালের রায় বিএনপির আন্দোলনের সফলতা: আমির খসরু

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় দেশে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘এ রায় বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের সফলতা।’

আজ (বৃহস্পতিবার, ২০ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে আমির খসরু আরও বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতিতে মানুষকে যে ত্যাগ স্বীকার করতে হয়েছে, আগামী নির্বাচনের আগে সেই সংকট আর থাকবে না।’

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত থাকবেই। তত্ত্বাবধায়ক সরকার ফেরত এসেছে, এটা কিভাবে গঠন হবে সেটা নিয়ে আলোচনা হবে। গ্রহণযোগ্য অনেকগুলো নির্বাচন এই ব্যবস্থায় হয়েছে।

এছাড়া ধানের শীষের বঞ্চিতদের জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) মনোনয়ন প্রদানের ঘটনায় বিএনপির ভোটের মাঠে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেন তিনি। আমির খসরু বলেন, ‘যারা যাবে, তাদের সঙ্গে বিএনপির কেউ আর থাকবে না।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের