আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু ও স্বচ্ছ পরিচালনার জন্য নির্বাচন কমিশনের (ইসি) নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগের জোর দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের সামনে দলের অবস্থান তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
ড. মঈন খান বলেন,“প্রার্থীরা অঙ্গীকারনামা ভঙ্গ করলে তার শাস্তি কী হবে তা স্পষ্ট আচরণবিধিতে নেই। নিয়ম-কানুন না বাড়িয়ে প্রার্থী এবং ভোটারদের মোটিভেট করার আহ্বান জানিয়েছি।”
তিনি আরও জানান, জেলা প্রশাসককে জেলা সেবক হিসেবে ব্যবহার না করে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা বানানোর জোর দাবি জানানো হয়েছে।
ড. মঈন খান ধর্মকে রাজনীতিতে ব্যবহার না করার ব্যাপারে কমিশনকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন,“কমিশন যদি সরকারের প্রতি নতজানু হয়, তাহলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”
বিএনপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, তারা সব ধরনের নিয়ম ও আইন মেনে নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়েছে।
এতে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, আসন্ন নির্বাচনের আগে কমিশনের স্বচ্ছতা ও স্বাধীনতা নিশ্চিত করতে প্রধান বিরোধী দল থেকে আসা এই দাবি নির্বাচন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
রেডিওটুডে নিউজ/আনাম

