জামায়াত প্রার্থীদের বিজয়ী করতে সর্বশক্তি নিয়োগে নেতাকর্মীদের আহ্বান

বুধবার,

১৯ নভেম্বর ২০২৫,

৫ অগ্রাহায়ণ ১৪৩২

বুধবার,

১৯ নভেম্বর ২০২৫,

৫ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

জামায়াত প্রার্থীদের বিজয়ী করতে সর্বশক্তি নিয়োগে নেতাকর্মীদের আহ্বান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:১৪, ১৯ নভেম্বর ২০২৫

আপডেট: ১১:২১, ১৯ নভেম্বর ২০২৫

Google News
জামায়াত প্রার্থীদের বিজয়ী করতে সর্বশক্তি নিয়োগে নেতাকর্মীদের আহ্বান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আসন্ন নির্বাচন দেশ ও জাতির জন্য টার্নিং পয়েন্ট। দীর্ঘ চাষাবাদের পর ফসল ঘরে তোলার সময়। তাই ইসলামী আন্দোলনের কর্মীদের সময় নষ্টের সুযোগ নেই। বরং সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে দ্বীন বিজয়ের প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

গতকাল মঙ্গলবার রাজধানীর বারিধারায় ঢাকা মহানগর উত্তর জামায়াতের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন জামায়াত আমির।

২০১৭ সালে জামায়াত ঢাকা মহানগর শাখাকে উত্তর দক্ষিণে ভাগ করা হয়। তবে এতদিন পুরানা পল্টনে দক্ষিণের কার্যালয় থেকে চলত মহানগর উত্তর জামায়াতের কার্যক্রম।

শফিকুর রহমান বলেন, দেশে ইসলামী আন্দোলনের জন্য যেমন নতুন আশাবাদের সৃষ্টি হয়েছে, তেমনি চ্যালেঞ্জও কম নয়। সারাদেশে জামায়াত প্রার্থীদের বিজয়ী করতে সর্বশক্তি নিয়োগে নেতাকর্মীদের আহ্বান জানাই।

মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা করেন ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মূসা প্রমুখ।

এদিন সকালে রাজধানীর বসুন্ধরা কার্যালয়ে জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের ঢাকাস্থ আঞ্চলিক কার্যালয়ের পরিচালক জঁ ডেনিস পেসমের নেতৃত্বে প্রতিনিধি দল।

তাঁর সঙ্গে ছিলেন বিশ্বব্যাংকের ঢাকা ডিভিশনের অর্থ উপদেষ্টা মেহরিন এ. মাহবুব, অপারেশন ম্যানেজার এমএস গায়েল মার্টিন।

জামায়াতের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আর্থিকখাতের কাঠামোগত সংস্কার ও উন্নয়ন, টেকসই অর্থনীতি, করব্যবস্থা ও সামাজিক খাত নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে জামায়াতের পক্ষে ছিলেন অর্থনীতিবিদ ড. মিজানুর রহমান, সাবেক জ্যেষ্ঠ সচিব জনাব মুহাম্মাদ সফিউল্লাহ প্রমুখ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের