মূসক আইনের অথেন্টিক ইংলিশ টেক্সট সরকারি গেজেট আকারে প্রকাশ

বৃহস্পতিবার,

২০ নভেম্বর ২০২৫,

৬ অগ্রাহায়ণ ১৪৩২

বৃহস্পতিবার,

২০ নভেম্বর ২০২৫,

৬ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

মূসক আইনের অথেন্টিক ইংলিশ টেক্সট সরকারি গেজেট আকারে প্রকাশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:২০, ২০ নভেম্বর ২০২৫

Google News
মূসক আইনের অথেন্টিক ইংলিশ টেক্সট সরকারি গেজেট আকারে প্রকাশ

মূল্য সংযোজন কর (মূসক) আইনের অথেন্টিক ইংলিশ টেক্সট সরকারি গেজেট আকারে প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ (বৃহস্পতিবার) এনবিআর থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মূল্য সংযোজন কর আইন, ২০১২, কাস্টমস আইন, ২০২৩ এবং আয়কর আইন, ২০২৩ এর অথেন্টিক ইংলিশ টেক্সট (Authentic English Text) সরকারি গেজেট নোটিফিকেশন আকারে প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড। 

এই আইন তিনটির অধীন প্রনীত বিধিমালার অথেন্টিক ইংলিশ টেক্সট না থাকায় দেশি-বিদেশী বিনিয়োগকারী, পেশাদার বিভিন্ন প্রতিষ্ঠান, জাতীয় ও আন্তর্জাতিক গবেষক ও বিশ্লেষকরা দীর্ঘদিন ধরে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

বিদেশী বিনিয়োগকারীদের বাংলাদেশের রাজস্ব সংক্রান্ত আইনের বিধিবিধান বিচার-বিশ্লেষণ এবং তা যথাযথভাবে অনুধাবন করে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণে সহায়তার জন্য এ সংক্রান্ত সকল আইনের অথেন্টিক ইংলিশ টেক্সট জরুরী।

ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স, ১৯৮৪ এবং কাস্টমস অ্যাক্ট, ১৯৬৯ বাতিল করে ২০২৩ সালে আয়কর আইন, এবং কাস্টমস আইন প্রণয়নের পর থেকেই দেশি-বিদেশী বিনিয়োগকারীরা রাজস্ব বিষয়ক মৌলিক এ আইন তিনটির অথেন্টিক ইংলিশ টেক্সট প্রকাশের জোর দাবী জানান।

জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তারা দীর্ঘদিন নিরলসভাবে কাজ করে আইনগুলোর ইংরেজী ভার্সন চূড়ান্ত করে। পরে পৃথক কমিটির মাধ্যমে কয়েক দফা রিভিউ করে চূড়ান্ত অনুমোদনের পর লেজিসলেটিভ বিভাগের ভেটিংয়ের জন্য পাঠানো হয়।

লেজিসলেটিভ বিভাগ সময় নিয়ে অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে আইন তিনটির ইংরেজী ভার্সনে প্রয়োজনীয় সুপারিশ করে ভেটিং চূড়ান্ত করে। এরপর বিজি প্রেস হতে গেজেট নোটিফিকেশন আকারে প্রকাশ করা হয়।

গত ১৬ অক্টোবর আয়কর আইন, ২০২৩ এর অথেন্টিক ইংলিশ টেক্সট SRO No-404-Law/২০২৫ এর মাধ্যমে সরকারি গেজেট নোটিফিকেশনে ÔIncome Tax Act, ২০২৩’ আকারে প্রকাশিত হয়।

এরপর ১৩ নভেম্বর মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর অথেন্টিক ইংলিশ টেক্সট SRO No-440-Law/২০২৫/৩২৬-Mushak এর মাধ্যমে সরকারি গেজেট নোটিফিকেশনে ÔValue Added Tax and Supplementary Duty Act, ২০১২’ আকারে প্রকাশ করা হয়েছে।

একই দিন কাস্টমস আইন, ২০২৩ Authentic English Text SRO No-441-Law/২০২৫ এর মাধ্যমে সরকারি গেজেট নোটিফিকেশনে ÔCustoms Act, ২০২৩’ আকারে প্রকাশ করা হয়।

এর আগে, গত ১০ নভেম্বর SRO নং-৪৩৯-আইন (অনুবাদ)/২০২৫ এর মাধ্যমে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ এর অথেন্টিক ইংলিশ টেক্সট সরকারি গেজেট নোটিফিকেশনে ÔValue Added Tax and Supplementary Duty Rules, ২০১৬’ আকারে প্রকাশিত হয়।

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২, কাস্টমস আইন, ২০২৩ এবং আয়কর আইন, ২০২৩ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ এর Authentic English Text সরকারি গেজেটে প্রকাশের ফলে দেশি-বিদেশী বিনিয়োগকারীরা মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, কাস্টমস আইন এবং আয়কর আইনের বিধি-বিধান সম্পর্কে যথাযথভাবে জানতে পারবেন। এতে রাজস্ব সংক্রান্ত আইনের প্রতি করদাতাদের আস্থাও বাড়বে। 

অথেন্টিক ইংলিশ টেক্সট সরকারি গেজেটে প্রকাশের ফলে আইনগুলো প্রয়োগের ক্ষেত্রে অস্পষ্টতা ও দ্ব্যর্থবোধকতা দূর হবে এবং দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ উন্নতিতে সহায়তা করবে।

আইন তিনটির ইংরেজী ভার্সন প্রণয়নে শতভাগ পেশাদারিত্বের সঙ্গে কঠোর পরিশ্রম করায় আয়কর ও কাস্টমস ক্যাডারে কর্মরত মেধাবী ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। 

এ কাজে কারিগরি ও আর্থিক সহায়তা দেওয়ার জন্য বিশ্ব ব্যাংকসহ অন্যান্য উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের ঋণও স্বীকার করছে এনবিআর।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের