শততম টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে কিংবদন্তিদের কাতারে মুশফিক

বৃহস্পতিবার,

২০ নভেম্বর ২০২৫,

৬ অগ্রাহায়ণ ১৪৩২

বৃহস্পতিবার,

২০ নভেম্বর ২০২৫,

৬ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

শততম টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে কিংবদন্তিদের কাতারে মুশফিক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:২৮, ২০ নভেম্বর ২০২৫

Google News
শততম টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে কিংবদন্তিদের কাতারে মুশফিক

মুশফিকুর রহিমের সময়টা এখন সোনায় সোহাগা। শততম টেস্টে সেঞ্চুরি বলে কথা! একশ টেস্ট খেলা যখন ক্রিকেটাদের স্বপ্ন তখন তিনি কিনা শততম ম্যাচটা রাঙালেন সেঞ্চুরিতে। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নেমেছেন মুশফিক। এমন অর্জনে প্রশংসায় ভাসছেন তিনি।

শুধু দেশের নন, রিকি পন্টিংয়ের মতো তারকারও মুশফিক বন্দনায় মজেছেন। এবার যেন আরেকবার প্রশংসার দাবি রাখলেন উইকেটরক্ষক ব্যাটার। 

টেস্ট ক্রিকেটের দেড়শ বছরের ইতিহাসে মুশফিকসহ এখন পর্যন্ত মাত্র ৮৪ জন ক্রিকেটার শততম টেস্ট খেলার গৌরব অর্জন করেছেন। তার মধ্যে ১১তম ব্যাটার হিসেবে তিন অংক স্পর্শ করার সুযোগ পেয়েছেন মুশি।
  
এর আগে দিনের চতুর্থ বলে ম্যাথিউ হামফ্রেসের বলে মুশফিকের প্যাডে বল লাগলে জোরালো আবেদন হয়। তবে আম্পায়ার তাতে সাড়া না দিলে সে যাত্রায় আতঙ্ক কাটে সমর্থকদের। পরের বলেও পরাস্ত হন মুশফিক। ব্যাটের খুব কাছ দিয়ে বল যায় উইকেট কিপারের হাতে। এতে অপেক্ষা কিছুটা দীর্ঘ হয় মুশির। 

তবে পরের ওভারে জর্ডান নেইলের তৃতীয় বলে সিঙ্গেল নিতেই ইতিহাসের পাতায় নিজের নাম লিখে ফেললেন মুশফিক। 

শততম টেস্টের মাইলফলক ছোঁয়া প্রথম খেলোয়াড় মাইকেল কলিন কাউড্রেই করেছিলেন সেঞ্চুরি। ১৯৬৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বার্মিংহাম টেস্টে তার এই অর্জনের পর আরো দশজন এই কীর্তি গড়েছেন। তার মধ্যে জো রুট আর ডেভিড ওয়ার্নার ছাড়িয়ে গেছেন সবাইকে।

দুজনই পেয়েছেন ডাবল সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ওয়ার্নার করা কাঁটায় কাঁটায় ২০০ বিপরীতে শততম টেস্টে সর্বোচ্চ ২১৮ রান করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক রুট। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের