আজ মন্ত্রণালয়ে যাচ্ছে না হাসিনা-কামালের ফাঁসির রায়ের কপি

মঙ্গলবার,

১৮ নভেম্বর ২০২৫,

৪ অগ্রাহায়ণ ১৪৩২

মঙ্গলবার,

১৮ নভেম্বর ২০২৫,

৪ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

আজ মন্ত্রণালয়ে যাচ্ছে না হাসিনা-কামালের ফাঁসির রায়ের কপি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:১৪, ১৮ নভেম্বর ২০২৫

Google News
আজ মন্ত্রণালয়ে যাচ্ছে না হাসিনা-কামালের ফাঁসির রায়ের কপি

মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ের কপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হচ্ছে না। আজ (মঙ্গলবার, ১৮ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান অসুস্থ থাকায় রায়ের কপি পাঠানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন ট্রাইব্যুনাল প্রশাসন।

একই কারণে রাজধানীর চানখারপুলে গত বছরের ৫ আগস্ট গুলি করে শহিদ আনাসসহ ছয়জনকে হত্যা মামলার সাক্ষ্যগ্রহণও আজ অনুষ্ঠিত হচ্ছে না। জানা গেছে, এ মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ আগামীকাল (বুধবার, ১৯ নভেম্বর) অনুষ্ঠিত হবে।

এদিন সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের দপ্তরে রায়ের কপি পাঠানো হবে বলে জানানো হয়েছে। একইসঙ্গে কেন্দ্রীয় কারাগারে থাকা এ মামলায় দণ্ডিত সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের কাছেও পাঠানোর কথা ছিল।

এর আগে, গতকাল (সোমবার, ১৭ নভেম্বর) মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে রাজসাক্ষী মামুনের পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। বাকি সদস্যরা হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে করা এটিই প্রথম কোনো মামলার রায় পেলেন আসামিরা।

এদিকে, অভ্যুত্থানের প্রথম শহিদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার আজ ১৫তম দিনের মতো সাক্ষ্যগ্রহণ চলছে। আজ এ মামলায় দু’জন সাক্ষ্য দেবেন বলে জানা গেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের