হাসিনার রায়ের দিন জামায়াতসহ ৮ দলের নতুন কর্মসূচি

রোববার,

১৬ নভেম্বর ২০২৫,

২ অগ্রাহায়ণ ১৪৩২

রোববার,

১৬ নভেম্বর ২০২৫,

২ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

হাসিনার রায়ের দিন জামায়াতসহ ৮ দলের নতুন কর্মসূচি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:০৫, ১৬ নভেম্বর ২০২৫

Google News
হাসিনার রায়ের দিন জামায়াতসহ ৮ দলের নতুন কর্মসূচি

মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায়ের দিনে আগামীকাল (সোমবার, ১৭ নভেম্বর) জামায়াতে ইসলামীসহ ৮ দল মাঠে থাকার ঘোষণা দিয়েছে। আজ (রোববার, ১৬ নভেম্বর) আট দলের যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনকে উদ্দেশ করে তিনি এ তথ্য জানান।

গোলাম পরওয়ার বলেন, ‘আমরা অতীতের কর্মসূচিতেও মাঠে ছিলাম, এবারও ফ্যাসিবাদের পক্ষে নাশকতার কোনো সুযোগ জাতি দেবে না। তারা (আওয়ামী লীগ) এটার সুযোগ পাবে না। আমরা আট দল মাঠে থাকবো।’

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আট দলের পক্ষ থেকে গণভোটে ‘‘হ্যাঁ’’ বলার জন্য সিদ্ধান্ত নিয়েছে আট দলের জোট। গণভোটে ‘‘হ্যাঁ’’ ভোটের পক্ষে জনগণকে উদ্বুদ্ধ করা হবে।’

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে যে ভাষণ দিয়েছেন, তাতে অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য জনগণের যে আকাঙ্ক্ষা, তার আংশিক পূরণ হয়েছে। আট দলের পাঁচ দফা দাবির যেগুলো পূরণ তা আদায়ে কর্মসূচি অব্যাহত থাকবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের