মাছচাষে পরিবর্তন আনবে চীনের নতুন প্রযুক্তির জাহাজ

শুক্রবার,

২১ নভেম্বর ২০২৫,

৭ অগ্রাহায়ণ ১৪৩২

শুক্রবার,

২১ নভেম্বর ২০২৫,

৭ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

মাছচাষে পরিবর্তন আনবে চীনের নতুন প্রযুক্তির জাহাজ 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:১২, ২১ নভেম্বর ২০২৫

Google News
মাছচাষে পরিবর্তন আনবে চীনের নতুন প্রযুক্তির জাহাজ 

চীনের কুয়াংতোং প্রদেশের চানচিয়াং উপকূলীয় শহরে বুধবার প্রথমবারের মতো ব্যবহার করা হলো চানচিয়াং বে ১ নামের একটি বিশেষ মাছচাষ করার জাহাজ। ভাসমান অবস্থায় স্বয়ংক্রিয়ভাবে অবস্থান নির্ধারণ করতে পারে এমন আকুয়াকালচার জাহাজ এটাই বিশ্বে প্রথম।

চিয়াংসু তাচিন হেভি ইন্ডাস্ট্রি কোম্পানি নির্মিত এই জাহাজে ভাসমান মাছচাষ, স্বয়ংক্রিয় নেভিগেশন, টাইফুন এড়িয়ে চলা এবং পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদন করার সুবিধা রয়েছে। জাহাজটি পুরোপুরি চালু হলে এখানে হলুদ ক্রোকার মাছের পরীক্ষামূলক চাষ শুরু হবে। ২০২৬ সালের প্রথম দিকে গোল্ডেন পম্পানোসহ আরও কিছু জাতের মাছ চাষের পরিকল্পনা রয়েছে এতে।

জাহাজটি ১৫৪ মিটার লম্বা ও ৪৪ মিটার চওড়া। এর পানির ধারণক্ষমতা ৮০ হাজার ঘনমিটার। বার্ষিক উৎপাদন সক্ষমতা দুই হাজার থেকে পাঁচ হাজার মেট্রিক টন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের