মিস ইউনিভার্সের মঞ্চ থেকে পড়ে আহত হয়েছেন মিস জ্যামাইকা গ্যাব্রিয়েল হেনরি নামে এক প্রতিযোগী। ১৯ নভেম্বর থাইল্যান্ডে অনুষ্ঠিত প্রাথমিক রাউন্ডে দুর্ঘটনার শিকার হন তিনি। বর্তমানে তিনি রাংসিট হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থার উন্নতি আশানুরূপ হয়নি। হেনরির শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখতে বিশেষায়িত চিকিৎসা চলছে।
পিপলডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, ১৯ নভেম্বর থাইল্যান্ডে মিস ইউনিভার্সের প্রাথমিক রাউন্ডে অংশ নিচ্ছিলেন তিনি। কমলা রঙের গাউন ও উঁচু হিল পরে মঞ্চে হাঁটার সময় একটি ধাপ মিস করায় হঠাৎ মঞ্চ থেকে নিচে পড়ে যান ২৮ বছর বয়সী গ্যাব্রিয়েল হেনরি।
দুর্ঘটনার পরপরই গ্যাব্রিয়েলকে থাইল্যান্ডের পাওলো রাংসিট হাসপাতালে নেওয়া হয়। তখন সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছিল, তাঁর আঘাত প্রাণঘাতী নয়, তবে পুরোপুরি সুস্থতা নিশ্চিত করতে বিভিন্ন পরীক্ষা চলছে।
রেডিওটুডে নিউজ/আনাম

