গুলশানে তারেক রহমানের বাসা থেকে খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়ি বের হয়েছে। বাংলাদেশের পতাকায় মোড়ানো মরদেহবাহী গাড়িটি আজ বেলা ১১টার দিকে বের হয়।
ধারণা করা হচ্ছে, সেটি এখন মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে যাচ্ছে। সেখানেই খালেদা জিয়ার জানাজা হবে। দেশ-বিদেশের শীর্ষ নেতা ও কূটনীতিকদের বাইরে সর্বস্তুরের মানুষজন সেখানে খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাবেন।
আজ সকাল ৯টার দিকে গাড়িটি এভারকেয়ার হাসপাতাল থেকে তারেক রহমানের গুলশানের ১৯৬ নম্বর বাসায় নেওয়া হয়েছিলো। সেখানে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান স্বজন ও বিএনপি'র নেতা কর্মীরা।
রেডিওটুডে নিউজ/আনাম

