আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিলস্থল পরিদর্শনে এসে একথা জানান তিনি।
রিটার্নিং কর্মকর্তাদের কাছে যারা প্রার্থী হিসেবে অবৈধ হয়েছেন তাদের প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়ে সিইসি বলেন, নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী। সবাই এখানে ন্যায় বিচার পাবেন।
সিইসি বলেছেন, যারা মনোনয়নের বৈধতা বা বাতিলের বিরুদ্ধে আবেদন করছেন, আইনি ভিত্তিতে তার সমাধান করা হবে। আমরা স্বচ্ছতায় বিশ্বাসী। সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে কমিশন।
সিইসি আরও আশ্বস্ত করেন যে, আপিল শুনানির পুরো প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ হবে এবং প্রতিটি আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে আইনি সিদ্ধান্ত দেওয়া হবে।
ইসি জানিয়েছে, আপিল আবেদনের চতুর্থ দিন চলছে বৃহস্পতিবার। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংক্ষুব্ধ আবেদনকারীরা ইসিতে আসছেন। মনোনয়ন ফিরে পেতে কিংবা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বৈধতার বিরুদ্ধে তারা আবেদন জমা দিচ্ছেন।
উল্লেখ্য, আগামীকাল শুক্রবার (৯ জানুয়ারি) পর্যন্ত আপিল আবেদন জমা দেওয়া যাবে। আগামী শনিবার (১০ জানুয়ারি) থেকে শুরু হয়ে আপিল শুনানি রোববার (১৮ জানুয়ারি) পর্যন্ত চলবে। গত তিন দিনে মোট ২৯৫টি আপিল আবেদন জমা পড়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

