অষ্টম দিনের আপিল শুনানিতে ৪৫টি আবেদন মঞ্জুর, নামঞ্জুর ৩৭

রোববার,

১৮ জানুয়ারি ২০২৬,

৪ মাঘ ১৪৩২

রোববার,

১৮ জানুয়ারি ২০২৬,

৪ মাঘ ১৪৩২

Radio Today News

অষ্টম দিনের আপিল শুনানিতে ৪৫টি আবেদন মঞ্জুর, নামঞ্জুর ৩৭

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:১৫, ১৭ জানুয়ারি ২০২৬

আপডেট: ২৩:১৬, ১৭ জানুয়ারি ২০২৬

Google News
অষ্টম দিনের আপিল শুনানিতে ৪৫টি আবেদন মঞ্জুর, নামঞ্জুর ৩৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের  মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে অষ্টমদিনে আজ শনিবার ৪৫টি আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার মোট ১১২টি আবেদনের শুনানি গ্রহণ করা হয়। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ৪৩টি আপিল আবেদন এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ২টি আবেদন  মঞ্জুর করা হয়েছে।

এ ছাড়া কমিশন ৩৭টি আপিল না-মঞ্জুর করেছে। অপেক্ষমাণ রাখা হয়েছে ১৯টি আপিল।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান, 'ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির অষ্টম দিনে শনিবার ১১২টি আবেদনের শুনানি গ্রহণ করা হয়।

শুনানিতে ৪৫টি আপিল মঞ্জুর হয়েছে। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে মঞ্জুর হয়েছে ৪৩টি আবেদন এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে মঞ্জুর হয়েছে ২টি আবেদন। কমিশন ৩৭টি আপিল না-মঞ্জুর করেছে। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে না-মঞ্জুর হয়েছে ১৩টি আবেদন এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে না-মঞ্জুর হয়েছে ২৪টি আবেদন। শুনানিকালে ৯টি আপিল আবেদন প্রত্যাহার করে নেয়া হয়েছে এবং ২ জন আপিলকারী অনুপস্থিত ছিলেন। কমিশন ১৯টি আপিল আবেদন অপেক্ষমাণ রেখেছে।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে (বেইজমেন্ট-২) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন এই আপিল শুনানি গ্রহণ করেন।

আগামীকাল ১৮ জানুয়ারি (রোববার) শেষ দিনে ৬১১ থেকে ৬৪৫ নম্বর ও অবশিষ্ট অপেক্ষমাণ আপিল নিষ্পত্তির মধ্য দিয়ে এই কার্যক্রম শেষ হবে।

উল্লেখ্য, এবারের নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে।

গত ৪ জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তারা ৩শ’ নির্বাচনী এলাকায় মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২টিকে বৈধ এবং ৭২৩টিকে বাতিল ঘোষণা করেছিলেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের