ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না

রোববার,

১৮ জানুয়ারি ২০২৬,

৪ মাঘ ১৪৩২

রোববার,

১৮ জানুয়ারি ২০২৬,

৪ মাঘ ১৪৩২

Radio Today News

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৩৯, ১৭ জানুয়ারি ২০২৬

Google News
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না

এফিডেভিডের মাধ্যমে আপিল শুনানিতে দ্বৈত নাগরিক ও ঋণ খেলাপিরা নির্বাচনের সুযোগ পেলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (১৭ জানুয়ারি) বাংলামোটরে এনসিপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, আগামীকাল (রোববার) আপিল শুনানির শেষ দিনে যদি ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনের সুযোগ দেয়া হয়, তাহলে অ্যাকশনে যাব। তিনি আরও বলেন, বিদেশি নাগরিককে নির্বাচন করতে দেবো না। কোনো ব্যাখ্যা বা এখতিয়ার বহির্ভূতভাবে কমিশন তাদের কোনো সুযোগ দিলে আদালত ও রাজপথে লড়ব।

সংবাদ সম্মেলনে একটি বিশেষ রাজনৈতিক দলের (বিএনপি) প্রতি নির্বাচন কমিশনের ‘বিশেষ আচরণের’ অভিযোগ করেন আসিফ মাহমুদ। তিনি বলেন, বাংলাদেশের সংবিধানে স্পষ্টভাবে বলা আছে, কোনো ব্যক্তি অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ কিংবা আনুগত্য প্রকাশ করলে, তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা হারাবেন। এরপরও আমরা দেখলাম, দ্বৈত নাগরিকত্ব থাকা সত্ত্বেও অনেকে নির্বাচন কমিশনে গিয়ে গুন্ডামি করছেন, ২০০-৩০০ জন লোক নিয়ে যাচ্ছেন। কয়েকশ আইনজীবী নিয়ে যাচ্ছেন কমিশনের ওপর চাপ প্রয়োগ করার জন্য। অন্যদিকে, আইনের ফাঁকফোকর দিয়ে তাদের বৈধতা দানের এক ধরনের প্রবণতা আমরা নির্বাচন কমিশনের মধ্যেও দেখতে পেয়েছি।

তিনি বলেন, বিএনপি নিজেদের গণতন্ত্রের ধারক-বাহক ও গণতান্ত্রিক রাজনীতির পথিকৃৎ হিসেবে বিভিন্ন জায়গায় বললেও তাদের কাজকর্ম এর সম্পূর্ণ উল্টো। তারা দেশের প্রচলিত আইনের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। তাদের যে লুটেরা শ্রেণি এই নির্বাচনে অংশগ্রহণ করছে, তারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে দেশটাকে লুট করে বিদেশে নাগরিকত্ব নিয়েছে, বিদেশে বাড়িঘর করেছে। এখন আবার যখন গণতন্ত্রের সময় এসেছে, নির্বাচনের সময় এসেছে, আবারও তারা জনপ্রতিনিধি হওয়ার জন্য দেশে এসে সেই দ্বৈত নাগরিকত্বসহ নির্বাচনে অংশ নেওয়ার পাঁয়তারা করছে। আপনারা যদি জনপ্রতিনিধি হতে চান তাহলে প্রথমে বাংলাদেশের নাগরিক হন। আমরা কোনো বিদেশি নাগরিককে বাংলাদেশের নির্বাচন করতে দেব না। যদি নির্বাচন কমিশন এ ক্ষেত্রে সংবিধান লঙ্ঘন করার কিংবা কোনো ধরনের ইন্টারপ্রেটেশন দেওয়ার অথবা কোনো ফাঁকফোকরের মধ্য দিয়ে এখতিয়ারবহির্ভূতভাবে তাদের প্রার্থিতা বৈধ করার চেষ্টা করে, তাহলে আমরা একই সঙ্গে আইনি লড়াই করব এবং রাজপথে নামব।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের