শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

Radio Today News

সড়ক দুর্ঘটনায় আইন নিজের হাতে তুলে নিবেন না: প্রধানমন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:০৬, ১২ জানুয়ারি ২০২২

আপডেট: ১৮:০৭, ১২ জানুয়ারি ২০২২

Google News
সড়ক দুর্ঘটনায় আইন নিজের হাতে তুলে নিবেন না:  প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সড়ক দুর্ঘটনা ঘটলেই আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সড়ক ও জনপথ অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের আওতায় নির্মিত আন্ডারপাস, মহাসড়ক, সংযোগসড়ক এবং সেতুর উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ আহ্বান জানান তিনি। এ সময় দুর্ঘটনা রোধে এবং নিরাপদ সড়ক নিশ্চিতে পথচারীদের ট্রাফিক আইন মেনে চলারও আহবান জানান শেখ হাসিনা।

দুর্ঘটনা এড়াতে সড়কে চলাচলের সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বানও জানান সরকার প্রধান। 

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ঢাকা বিমানবন্দর মহাসড়কে শহীদ রমিজ উদ্দীন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন পথচারী আন্ডারপাস, সিলেট শহর বাইপাস-গ্যারিসন লিংক ৪ মহাসড়ক, কক্সবাজারের বালুখালী থেকে বান্দরবানের ঘুনধুম সীমান্ত সংযোগসড়ক এবং রাঙ্গামাটি জেলার নানিয়ারচর চেংগী নদীর উপর ৫০০ মিটার দীর্ঘ সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

রেডিওটুডে নিউজ/এসজেএন

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের