বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

Radio Today News

তত্ত্বাবধায়ক সরকারকে জাদুঘরে পাঠিয়েছে আদালত: ওবায়দুল কাদের

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৩৯, ২২ মে ২০২২

Google News
তত্ত্বাবধায়ক সরকারকে জাদুঘরে পাঠিয়েছে আদালত: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারকে জাদুঘরে পাঠিয়েছে উচ্চ আদালত। তিনি বলেন, নির্বাচন কমিশনের অধীনেই আগামী নির্বাচন হবে। সেটা মেনেই বিএনপিকে নির্বাচনে আসতে হবে।

রোববার (২২ মে) বাংলাদেশ আওয়ামী মৎসজীবী লীগের ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ কথা বলেন তিনি।

বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর উপর সরকারের কোন প্রভাব থাকবে না। ভয় পাচ্ছেন কেন? নির্বাচন ছাড়া অন্য কোনো উপায়ে সরকার পরিবর্তনের সুযোগ নেই বলেও জানান তিনি।

সেতুমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার পদত্যাগের দাবি বিএনপির, জনগণের নয়। সফলরা পদত্যাগ করে না। শেখ হাসিনার জনপ্রিয়তা ৯০ শতাংশ।

কাদের বলেন, পদ্মাসেতুর বাস্তবায়ন, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ সব ক্ষেত্রে উন্নয়ন করে শেখ হাসিনা সফলতার স্মারক রেখেছেন। তার নেতৃত্ব এখন সারাবিশ্বে সমাদৃত। দেশের জনগণেরও বর্তমান সরকারের প্রতি আস্থা আছে। বিএনপি নেতারা ব্যর্থ, তাদের পদত্যাগ করা উচিত।

এসময় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

এতে সভাপতিত্ব করেন মৎসজীবী লীগের সভাপতি সায়ীদুর রহমান।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের