শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

Radio Today News

‘আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে আন্দোলনে যেতে চাই’

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৫৫, ৪ অক্টোবর ২০২২

Google News
‘আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে আন্দোলনে যেতে চাই’

সরকার পতনের আন্দোলনে বিএনপির সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়েছে এলডিপি। সোমবার (৩ অক্টোবর) রাতে রাজধানীর মহাখালিতে জাতীয় ঐক্য গড়ে তোলার অংশ হিসেবে কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে সংলাপ করেছে বিএনপি। অলি আহমদের বাসায় এই বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এমনটাই জানিয়েছেন দুই পক্ষের নেতারা।

বৈঠক প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সরকার পতনের আন্দোলনের দাবিগুলো নিয়ে এখানে কথা হয়েছে। আরও দলগুলোর সঙ্গে আমরা কথা বলব। সবার সঙ্গে কথা বলে দাবিনামা ঠিক করা হবে।

তিনি আরও বলেন, ‘আমরা সবাই মনে করি এই সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে। পদত্যাগ করে নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার অথবা অন্তর্বর্তীকালীন একটা সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ গ্রেপ্তার হওয়া সব রাজনৈতিক নেতাদের মুক্তির বিষয়ে আমরা একমত হয়েছি। দফা একটাই–এই সরকরের পদত্যাগ। বিএনপি অনেক দিন থেকে সরকারবিরোধী আন্দোলনে লিপ্ত রয়েছে। এখন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে যেতে চাই।’

এ সময়, নির্বাচনকালীন সরকার কেমন হবে সে প্রসঙ্গে অলি বলেন, ‘সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, এই সরকারকে ক্ষমতা ছাড়তে হবে এবং সংসদ বিলুপ্ত করতে হবে। নতুন সরকার আসবে, তারা প্রশাসনকে ঠিক করবে। মানুষ যখন প্রস্তুত হবে, প্রশাসন যখন প্রস্তুত হবে, জনগণ যখন নির্ভয়ে ভোট দিতে পারবে, উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে, তখন নির্বাচনের ব্যবস্থা করা হবে। বর্তমান অবস্থায় যদি নির্বাচনের ব্যবস্থা করা হয়, আওয়ামী লীগ ছাড়া কেউ জয়ী হবে না। কারণ প্রত্যেকটি জায়গায় ছাত্রলীগ এবং যুবলীগের প্রাধান্য।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের