মঙ্গলবার,

১৩ মে ২০২৫,

৩০ বৈশাখ ১৪৩২

মঙ্গলবার,

১৩ মে ২০২৫,

৩০ বৈশাখ ১৪৩২

Radio Today News

বাহাত্তরের সংবিধানের চেয়ে ভালো কোনো সংবিধান পৃথিবীতে নেই: মোজাম্মেল হক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:১৪, ২৭ মার্চ ২০২৩

আপডেট: ২০:১৫, ২৭ মার্চ ২০২৩

Google News
বাহাত্তরের সংবিধানের চেয়ে ভালো কোনো সংবিধান পৃথিবীতে নেই: মোজাম্মেল হক

দেশে ঘাপটি মেরে থাকা পাকিস্তানের দোসরদের কাছ থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সোমবার বিকেলে অফিসার্স ক্লাবে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ আহবান জানান তিনি।  

এসময় এই দোসরদের দমাতে ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে আরও সমৃদ্ধ করতে সরকারি কর্মচারীদের সহযোগিতার চান মুক্তিযোদ্ধা মন্ত্রী। আওয়ামী লীগ সরকার ছাড়া অন্য কোনো সরকার মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করতে কোনো উদ্যোগ নেয়নি বলেও জানান তিনি।

পাকিস্তানি শাসনের দমন পীড়নের চিত্র তুলে ধরতে গিয়ে তিনি বলেন, পাকিস্তান আমলে কোনো বাঙালি সি এস পি অফিসার, যুগ্ম সচিবও হতে পারেনি। বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়ে দেশকে স্বাধীন করার মাধ্যমে সকলের অধিকার ফিরিয়ে দিয়েছেন। ৭২ এর সংবিধানের চেয়ে ভালো কোনো লিখিত সংবিধান পৃথিবীতে নেই বলেও মন্তব্য করেন তিনি।

রেডিওটুডে নিউজ/মুনিয়া

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের