রোববার,

১৯ মে ২০২৪,

৪ জ্যৈষ্ঠ ১৪৩১

রোববার,

১৯ মে ২০২৪,

৪ জ্যৈষ্ঠ ১৪৩১

Radio Today News

উপজেলা নির্বাচনে বিএনপি নেতাদের কথা কেউ শুনছেন না: কাদের

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:৩৮, ৫ মে ২০২৪

Google News
উপজেলা নির্বাচনে বিএনপি নেতাদের কথা কেউ শুনছেন না: কাদের

উপজেলা ভোটে মন্ত্রী-এমপিদের স্বজনরা সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির তৃণমূল কর্মীরা দলটির নেতাদের কথা শুনছেন না বলেও উল্লেখ করেন তিনি।

শনিবার (৪ মে) সন্ধ্যায় গণভবনে দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে শুরু হয় আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা। এতে অংশ নেন মনোনয়ন বোর্ডের অন্য সদস্যরা।

দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের প্রার্থিতা চূড়ান্ত করার পর ব্রিফিং করেন ওবায়দুল কাদের। তিনি জানান, মন্ত্রী-এমপিদের স্বজনরা যারা এখনো উপজেলা ভোটে আছেন, তারা সরে দাঁড়াবেন।

উপজেলা নির্বাচনে বিএনপির তৃণমূল কর্মীরা নেতাদের কথা শুনছে না বলেও মন্তব্য করেন ওবায়দুর কাদের। তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের বহিষ্কার করা হচ্ছে। কিন্তু বাস্তবে যেটা সত্য, সেটা হলো বিএনপি নেতাদের কথা তাদের উপজেলা পর্যায়ে কেউ শুনছেন না। কাজেই অন্তঃসারশূন্য বক্তব্য বা সিদ্ধান্ত নিয়ে লাভ নেই।  

বৈঠকে জেলা আওয়ামী লীগের সদস্য নায়েব আলী জোয়ার্দারকে ঝিনাইদহ-১ আসনে উপনির্বাচনের জন্য নৌকা মার্কায় মনোনয়ন দেয়া হয়। আসনটিতে দলের মনোনয়ন পেতে ফরম সংগ্রহ করেছিলেন দলের ২৫ নেতা।
 
এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড সর্বসম্মতিক্রমে নায়েব আলী জোয়ার্দারকে মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের