শনিবার,

১৮ মে ২০২৪,

৪ জ্যৈষ্ঠ ১৪৩১

শনিবার,

১৮ মে ২০২৪,

৪ জ্যৈষ্ঠ ১৪৩১

Radio Today News

আ. লীগকে জনপ্রিয়তা যাচাইয়ে রাজনৈতিক ঝুঁকি নেয়ার আহ্বান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:৫৩, ৫ মে ২০২৪

Google News
আ. লীগকে জনপ্রিয়তা যাচাইয়ে রাজনৈতিক ঝুঁকি নেয়ার আহ্বান

দেশকে সম্ভাব্য বিপর্যয় থেকে রক্ষা করতে মধ্যবর্তী নির্বাচনের দাবি জানিয়েছে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। এর মধ্য দিয়ে আওয়ামী লীগকে জনপ্রিয়তা যাচাইয়ে রাজনৈতিক ঝুঁকি নেয়ার আহবানও জানান দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক।

রোববার (৫ মে) রাজধানীর সেগুনবাগিচায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি অতি বাম নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যেরও সমালোচনা করেন।

এর আগে গত ৩০ এপ্রিল এক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের অতি বাম, অতি ডান—সবই এখন এক হয়ে গেছে।

এই দুই মেরু এক হয়ে সরকারকে উৎখাত করার কথা বলছে।

সেদিন শেখ হাসিনা আরও বলেন, আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশের কিছু লোক, যারা একেবারে রাজনৈতিকভাবে দেউলিয়া—এদের কিছু বক্তব্য আর আমাদের দেশের কিছু আছে বুদ্ধি বেচে জীবিকা নির্বাহ করে, সেই তথাকথিত বুদ্ধিজীবী অনবরত বাংলাদেশের বিরুদ্ধে গিবত গাইছে এবং বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের