সোমবার,

১২ মে ২০২৫,

২৯ বৈশাখ ১৪৩২

সোমবার,

১২ মে ২০২৫,

২৯ বৈশাখ ১৪৩২

Radio Today News

আবদুল হামিদের লাল পাসপোর্ট বাতিল হয়নি: রিজভী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:৫৮, ১১ মে ২০২৫

Google News
আবদুল হামিদের লাল পাসপোর্ট বাতিল হয়নি: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ এবং শেখ হাসিনা শিশু কিশোরদের হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছিল। শেখ হাসিনা লোক দেখানো নামাজের কথা বলতেন।

তিনি বলেন, শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়ার পার্থক্য দেশের সাধারণ মানুষ দেখেছে। তারা বেগম জিয়াকে শ্রদ্ধা করে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের অনেক প্রত্যাশা। সবাই দ্রুত নির্বাচন চাইছে, কিন্তু তারা নিরুত্তর। এখন মানুষ ভিন্ন ধরনের সন্দেহ করছে।

রোববার (১১ মে) বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শান্তি শোভাযাত্রা শেষে এক সমাবেশে রিজভী আরও বলেন, ফ্যাসিবাদের প্রতিনিধি আবদুল হামিদ। লাল পাসপোর্ট বাতিল করা হয়নি। সরকারের শক্তিশালী উপদেষ্টারা থাকা সত্ত্বেও কিভাবে পালায় আবদুল হামিদ?

তিনি বলেন, সাতক্ষীরা, কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ভারত থেকে লোক ঢুকছে দেশে, সরকারের প্রতিনিধিরা চুপ কেন? শেখ হাসিনার পথেই এগোচ্ছে অন্তর্বর্তী সরকার।

রিজভী আরও বলেন, বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি অনেক দেশ ঈর্ষান্বিত। ভারত বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চালায়, তাই তারা বন্ধু হতে পারে না।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের