শনিবার,

৩০ আগস্ট ২০২৫,

১৫ ভাদ্র ১৪৩২

শনিবার,

৩০ আগস্ট ২০২৫,

১৫ ভাদ্র ১৪৩২

Radio Today News

নুরের ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:১৮, ৩০ আগস্ট ২০২৫

Google News
নুরের ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদ-এর নেতাকর্মীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর-সহ অন্তত ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন।

শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় জাপার দলীয় কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা অভিযোগ করেছেন যে, তাদের মিছিলের ওপর জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়েছে। অপরদিকে, জাতীয় পার্টির নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরাই মিছিল নিয়ে এসে তাদের ওপর হামলা করেছে।

সংঘর্ষের পর আহতদের মধ্যে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ ৭ জন নেতাকর্মীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া পুলিশ ইন্সপেক্টর আনিছুর রহমানও আহত হয়েছেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, আহতদের সবাইকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার প্রতিবাদে শুক্রবার রাত ১১টার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা বাংলামোটরে বিক্ষোভ মিছিল করে। এই সংঘর্ষের ফলে রাজধানীর রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের