
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগ ফেরানোর স্টেটমেন্ট দিয়ে ড. ইউনূস যদি আন্তর্জাতিক মহলে সুশীল সাজেন, তাহলে বাংলাদেশের মানুষ তাঁকে ছেড়ে দেবে না।
বুধবার বিকেলে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের মালিগাঁও তেঁতুলতলা সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
সারজিস বলেন, ‘জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজপথে আমাদেরই নামতে হয়েছিল। এটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রথম ব্যর্থতা। যখন মানুষ আবার রাজপথে নামল, দিনের পর দিন আন্দোলন করল; এমনকি যমুনা ঘেরাও পর্যন্ত করতে হলো। তারপর তারা আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধের ধাপে গেল।’
সারজিস বলেন, ‘আমাদের মনে হয়, ভয় বা চাপের কারণে নির্বাচন কমিশন স্বেচ্ছাচারিতা করে শাপলা প্রতীক দিচ্ছে না। একটা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নির্বাচন কমিশন স্বাধীন প্রতিষ্ঠান হয়েও স্বেচ্ছাচারী আচরণ করছে। আমরা বিশ্বাস করি, তাদের মাধ্যমে এই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আগামীতে এই নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচনে যেতে অবশ্যই এনসিপি অনাস্থা প্রকাশ করবে।
রেডিওটুডে নিউজ/আনাম