গণভোট আর নির্বাচন ফেব্রুয়ারিতে একই দিনে হতে হবে: মির্জা ফখরুল

শনিবার,

০৮ নভেম্বর ২০২৫,

২৪ কার্তিক ১৪৩২

শনিবার,

০৮ নভেম্বর ২০২৫,

২৪ কার্তিক ১৪৩২

Radio Today News

গণভোট আর নির্বাচন ফেব্রুয়ারিতে একই দিনে হতে হবে: মির্জা ফখরুল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৭:২৬, ৮ নভেম্বর ২০২৫

Google News
গণভোট আর নির্বাচন ফেব্রুয়ারিতে একই দিনে হতে হবে: মির্জা ফখরুল

গণভোট আর নির্বাচন ফেব্রুয়ারিতে একই দিনে হতে হবে, এর বাইরে অন্য কিছু জনগণ মানবে না, উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের আগে গণভোটের কথা বলা হচ্ছে, তবে বিএনপি নির্বাচনের দিনেই গণভোট চায়।

শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‌্যালি পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান। নতুন বাংলাদেশের সূচনা করেছিলেন জিয়া। সংস্কারের শুরুও তার হাত ধরে।

হাসিনা পালানোর পর দেশের মানুষ নতুন বাংলাদেশ নির্মাণ করতে চায় উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো যদি আবারও আলোচনায় বসে, তাহলে এতোদিন ধরে ঐকমত্য কমিশন যে আলোচনা করেছে তার কী মানে হলো।

তিনি আরও বলেন, সরকারের সংস্কার উদ্যোগকে স্বাগত জানায় বিএনপি। সনদে স্বাক্ষর হয়েছে, তবে নতুন প্রস্তাবে ঐকমত্য হওয়া বিষয়গুলো নেই; নতুন চিন্তাভাবনা নিয়ে আসা হয়েছে। বিএনপি এটি গ্রহণ করেনি।

এতদিন আলোচনার পর আবার সাতদিন সময় দেয়া হলো! তাহলে ঐকমত্য কমিশনে এতদিন কী হলো?- এমন প্রশ্নও তোলেন তিনি। 

এসময়, সরকার নিজেরাই নির্বাচন ব্যাহত করছে, বানচাল করার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের