‘সীমান্তে আর কত জীবন যাবে’ প্রশ্ন ডা. শফিকুর রহমানের

বুধবার,

০৩ ডিসেম্বর ২০২৫,

১৯ অগ্রাহায়ণ ১৪৩২

বুধবার,

০৩ ডিসেম্বর ২০২৫,

১৯ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

‘সীমান্তে আর কত জীবন যাবে’ প্রশ্ন ডা. শফিকুর রহমানের

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:২৮, ৩ ডিসেম্বর ২০২৫

Google News
‘সীমান্তে আর কত জীবন যাবে’ প্রশ্ন ডা. শফিকুর রহমানের

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকার ভারত সীমান্তে দুই বাংলাদেশি যুবককে হত্যার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন জামায়াতের আমির আমির ডা. শফিকুর রহমান। সেই সঙ্গে সীমান্তে হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারকে অনুরোধ জানিয়েছেন তিনি।

বুধবার (৩ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ‘সীমান্তে আর কত জীবন যাবে’ শিরোনামে একটি পোস্ট দিয়েছেন ডা. শফিকুর রহমান।

পোস্টে জামায়াত আমির বলেন, বিভিন্ন গণমাধ্যম ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (৩০ নভেম্বর) গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দুজন বাংলাদেশি যুবককে নির্মমভাবে কুপিয়ে হত্যার পর তাদের মরদেহ পদ্মা নদীতে নিক্ষেপ করেছে; এমন গুরুতর অভিযোগ উঠেছে।

‌‘বিগত সময়ে ভারত সরকারের পক্ষ থেকে বারবার সীমান্তে হত্যাকাণ্ড বন্ধের আশ্বাস দেওয়া হলেও দুঃখজনকভাবে এসব ঘটনা থামছে না। আমরা ভারতের দায়িত্বশীল মহলের কাছে জানতে চাই, তারা কি সত্যিই এসব অমানবিক কর্মকাণ্ড বন্ধে কার্যকর উদ্যোগ নেবে,’ প্রশ্ন রাখেন জামায়াত আমির।

তিনি আরও বলেন, একইসঙ্গে বাংলাদেশ সরকারের প্রতি জোর অনুরোধ, তারা যেন ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব ও আন্তরিকতার সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা নিশ্চিত করেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের