বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেল থেকে জামিনে মুক্তি পাওয়া ভারতীয় নারী সোনালি খাতুনকে দেশে ফিরিয়ে নিতে রাজি হয়েছে ভারত সরকার। তার আট বছর বয়সি ছেলেকেও ভারতে ফিরিয়ে নেওয়া হবে বলে বুধবার দেশটির সুপ্রিম কোর্টকে জানিয়েছেন ভারতের সলিসিটার জেনারেল তুষার মেহতা।
ভারতের আইন আদালত সংক্রান্ত নির্ভরযোগ্য ওয়েবসাইট ‘লাইভ ল’ এ খবর জানিয়েছে।
সোনালি খাতুন ও তার ছেলেকে দিল্লিতে নিয়ে যাওয়ার কথা বলেছিল সরকারপক্ষ। কিন্তু আদালত রায় দেয় যে তাদের তার বাবার বাসস্থান, অর্থাৎ পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় রাখতে হবে। সোনালি খাতুনের স্বাস্থ্যের দিকে নজর রাখবে জেলার স্বাস্থ্য দফতর। তার ছেলেকে দেখাশোনার দায়িত্বও দেওয়া হয়েছে রাজ্য সরকারকে।
এর আগে সুপ্রিম কোর্ট দুবার মৌখিকভাবে জানিয়েছিল সোনালি খাতুনসহ যে ছয়জনকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তাদের যেন সরকার ফিরিয়ে আনার ব্যবস্থা করে।
তবে বুধবার শুধু সোনালি খাতুন এবং তার আট বছরের ছেলেকে ফিরিয়ে নিতে রাজি হয়েছে সরকার। মানবিকতার খাতিরে এই সিদ্ধান্ত বলে আদালতকে জানিয়েছেন মি. মেহতা।
একইসঙ্গে অন্য যে চারজনকে দিল্লি থেকে আটক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তাদের এখনো সেদেশেই থাকতে হবে।
সোনালি খাতুন এবং তার ছেলেকে মানবিকতার খাতিরে ফিরিয়ে আনতে রাজি হলেও এদের নাগরিকত্ব নিয়ে এখনো কেন্দ্রীয় সরকারের গুরুতর আপত্তি আছে বলেও বুধবারের শুনানিতে মন্তব্য করেছেন সলিসিটার জেনারেল। যদিও এর আগে কলকাতা হাইকোর্ট এই ছয়জনকেই ভারতের নাগরিক বলে উল্লেখ এদের বাংলাদেশ থেকে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছিল।
দিল্লি থেকে নিয়ে এসে এদের সবাইকে আসাম সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। কয়েক মাস পরে তাদের গ্রেফতার করে চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ। গত সোমবার, পয়লা ডিসেম্বর চাপাই নবাবগঞ্জের আদালত জামিনে এই ছয়জনকে মুক্তি দেয়।
রেডিওটুডে নিউজ/আনাম

