হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হতে অপারগতা প্রকাশ জেডআই খান

বুধবার,

০৩ ডিসেম্বর ২০২৫,

১৯ অগ্রাহায়ণ ১৪৩২

বুধবার,

০৩ ডিসেম্বর ২০২৫,

১৯ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হতে অপারগতা প্রকাশ জেডআই খান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৫২, ৩ ডিসেম্বর ২০২৫

Google News
হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হতে অপারগতা প্রকাশ জেডআই খান

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হতে আনুষ্ঠানিকভাবে অপারগতা প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আদালতে হাজির হয়ে তিনি একথা জানান।

নিজে ইচ্ছা প্রকাশ করে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হওয়ার পরও এখন দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করায় আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চান তিনি।

এর আগে, গত ২৩শে নভেম্বর শেখ হাসিনার পক্ষে আদালতে দাঁড়ানোর আবেদন করেন জেডআই খান পান্না। এরপর ট্রাইব্যুনাল তাকে রাষ্টনিযুক্ত আইনজীবী নিয়োগ দেওয়ার আদেশ দেয়।

কিন্তু সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও পোস্টে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হতে অপারগতার কথা জানান মি. পান্না।

"যে আদালতের ওপর শেখ হাসিনার আস্থা নেই, সেই আদালতে আমি তার পক্ষে লড়াই করবো না," ভিডিও পোস্টে বলেন মি. পান্না।

বুধবার আনুষ্ঠানিকভাবে তার সেই সিদ্ধান্ত আদালতকে জানালেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের