যিলহজ্জ মাসের ৮ থেকে ১৩ তারিখ পর্যন্ত প্রতিদিনের নির্ধারিত কাজসমূহ ঐ দিনই সম্পাদন করা হজের জন্য জরুরী। হজ্জের তিনটি ফরয কাজ সমাধা করে হজ্জযাত্রী প্রমাণ করেন যে, তিনি একজন আল্লাহর সৈনিক এবং পরকালের যাত্রী।