শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

Radio Today News

খাসিয়াদের বর্ষ বিদায়-বর্ষবরণ, পুঞ্জিগুলোতে উৎসবের আমেজ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:১০, ২৩ নভেম্বর ২০২১

আপডেট: ২২:১১, ২৩ নভেম্বর ২০২১

Google News
খাসিয়াদের বর্ষ বিদায়-বর্ষবরণ, পুঞ্জিগুলোতে উৎসবের আমেজ

ফাইল ছবি

খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষ বিদায় ও বর্ষবরণ অনুষ্ঠান আজ মঙ্গলবার। গত বছর করোনা মহামারির প্রকোপে এই আয়োজন করতে না পারলেও এবার উৎসবের আমেজে মেতেছেন তারা।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া খাসিয়া পুঞ্জিতে এই ঐতিহ্যবাহী অনুষ্ঠান উপলক্ষে উৎসবের আমেজ বিরাজ করছে।

খাসিয়াদের ভাষায় এই অনুষ্ঠানের নাম 'খাসি সেং কুটস্নেম'।

খাসি সোশ্যাল কাউন্সিলের তথ্য ও প্রচার সম্পাদক সাজু মারছিয়াং বলেন, 'খাসি সেং কুটস্নেম সফল করতে সব ধরণের প্রস্তুতি শেষ হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে এবারের উৎসব উদযাপন শুরু হয়েছে।'

উৎসব উপলক্ষে খাসি সোশ্যাল কাউন্সিল বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে থাকছে সবাই মিলে মাছ শিকার, ঐতিহ্যগত খেলা, ঐতিহ্যগত পোশাক পরিধান, সাংস্কৃতিক পরিবেশনা, ঐতিহ্যবাহী খাবারসহ আরও অনেক কিছু।

মেলায় খাসিয়া জনগোষ্ঠীর মানুষ বসবেন বাহারি পণ্যের পসরা নিয়ে। বিভিন্ন স্টলে খাসিয়াদের ঐতিহ্যবাহী পোশাক, পান, তীর, ধনুকসহ বাঁশ-বেতের জিনিসপত্র থাকবে।

মাগুরছড়া পুঞ্জির মন্ত্রী ও খাসি সোশ্যাল কাউন্সিলের সভাপতি জিডিশন প্রধান সুছিয়াং বলেন, 'সিলেটে প্রায় ৯০টির মতো খাসিয়া পুঞ্জি রয়েছে। প্রায় প্রত্যেকটি পুঞ্জি থেকেই এখানে এসে সবাই উৎসবে যোগ দেবেন।'

তিনি জানান, খাসিয়া সম্প্রদায়ের পাশাপাশি এই অনুষ্ঠানে বাঙালি ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষসহ দেশি-বিদেশি পর্যটক আসেন।

রেডিওটুডে নিউজ/এসএস

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের