মঙ্গলবার,

০৮ জুলাই ২০২৫,

২৪ আষাঢ় ১৪৩২

মঙ্গলবার,

০৮ জুলাই ২০২৫,

২৪ আষাঢ় ১৪৩২

Radio Today News

কপালে যাদের সিজদার দাগ তারা অর্থ লুট করে নিয়ে গেছে: উপদেষ্টা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৫৯, ২৯ জানুয়ারি ২০২৫

Google News
কপালে যাদের সিজদার দাগ তারা অর্থ লুট করে নিয়ে গেছে: উপদেষ্টা

কওমি উদ্যোক্তাদের আয়োজিত জাতীয় সম্মেলনে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, এদেশে যারা টাকা লুট করেছে তাদের চেহারা দেখলে কুতুব মনে হবে, কপালে নাকে তাদের সিজদার দাগ। তারাই অর্থ লুট করে নিয়ে গেছে।

আজ বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন হয়।

উপদেষ্টা বলেন, আমাদের পবিত্র ধর্ম ইসলামকে ব্যবহার করে এক শ্রেণির মানুষ টাকা লুট করেছে। ইন্স্যুরেন্স কোম্পানির নামে তারা হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে। ১০ বছর ১৫ বছর চলে গেল তারপরও অনেকে বেনিফিট পেলাম না। আমাদের সচেতন থাকতে হবে।

‘বাংলাদেশ স্বাধীনের পরে এ দেশে আলেম-ওলামের মাধ্যমে অনেক সোসাইটি হয়েছে। অনেক এনজিও হয়েছে। অনেক বিজনেস এন্টারপ্রাইজ হয়েছে কিন্তু টিকে নাই। বহু মানুষ বিশ্বাস করে কোটি কোটি টাকা ইনভেস্ট করেছিলেন এখন তারা দেউলিয়া’, বলেন খালিদ হোসেন।

বিভিন্ন নামে ইসলামিক ইন্স্যুরেন্স কোম্পানি। আলেম ওলামাদের মাধ্যমে ইসলামিক ইন্সুরেন্সের কোটি কোটি টাকা। পরে সেই মালিক আমেরিকা পালিয়ে গেছে। যারা দিয়েছে তারা শেষ, আমিও দিয়েছি। শেষ পর্যন্ত আমি তাদের বলেছি, বাবা আমার লাভ-টাভ কিছু দরকার নাই আমাকে আসলটা ফেরত দাও। দশ বছর পরে আসল মাল ফেরত পেয়েছি। আজকের অবস্থানে থাকলে তো তাকে ধরে নিয়ে জেলে দিতাম। এগুলো হচ্ছে প্রতারণা। ধর্মকে ব্যবহার করে প্রতারণা করা।

ধর্ম উপদেষ্টা বলেন, বহু প্রতিষ্ঠান কোটি কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে। অনেক আলেম সাদাসিধে মানুষদের বুঝাচ্ছেন যেখানে টাকা দিলে সুদ মুক্ত লাভ পাওয়া যাবে, ওখানে দিলে সুদযুক্ত লাভ পাওয়া যাবে। ওইটা হারাম এটা হালাল। এই আশায় হাজার হাজার মানুষ তাদের টাকা দিয়েছে।

তিনি আরও বলেন, মাদরাসার শিক্ষার্থী ও আলেমদের মধ্যে উদ্যোক্তা হওয়ার যে চেতনা, ব্যবসা করার যে প্রয়াস এটা অত্যন্ত, প্রশংসনীয়। আমরা ছোট ইনভেস্ট করতে পারি, আস্তে আস্তে বড় হবো। আলেম-ওলামায়েদের ভেতর যেহেতু তাকওয়া আছে, তারা বিজনেসের ভেতর কোনোরকম অনৈতিকতা করবেন না। ভেজাল করবেন না, ওজনে কম দেবে না, মাপে কম দেবেন না। তাহলে বাজারে বিশুদ্ধ জিনিস সলিট জিনিস পাওয়া যাবে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের