যেসব রোগে আক্রান্তরা হজে যেতে পারবেন না, জানালেন ধর্ম উপদেষ্টা

বুধবার,

১০ ডিসেম্বর ২০২৫,

২৬ অগ্রাহায়ণ ১৪৩২

বুধবার,

১০ ডিসেম্বর ২০২৫,

২৬ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

যেসব রোগে আক্রান্তরা হজে যেতে পারবেন না, জানালেন ধর্ম উপদেষ্টা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:২২, ১০ ডিসেম্বর ২০২৫

Google News
যেসব রোগে আক্রান্তরা হজে যেতে পারবেন না, জানালেন ধর্ম উপদেষ্টা

অ্যাজমা, হৃদরোগ ও ক্যান্সারের মতো দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীদের হজে যেতে সৌদি সরকার বারণ করেছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তাই ধর্ম মন্ত্রণালয় এইসব রোগীদের হজে যেতে দেবে না। 

বুধবার (১০ ডিসেম্বর) সকালে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নাটোর জেলা মডেল মসজিদ উদ্বোধন শেষে উপদেষ্টা এই কথা বলেন। তিনি বলেন, ‘কোনো চিকিৎসক এসব রোগে আক্রান্তদের সুস্থ বলে সার্টিফিকেট দিলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

ধর্ম উপদেষ্টা আরও বলেন, হজে অনেক পরিশ্রম হয়; তাই এটি বয়স্ক মানুষদের জন্য কঠিন হয়। এ কারণে তিনি বয়স্কদের হজে না যাওয়ার আহ্বান জানান। 

এছাড়া, হজের সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘হজের জন্য সর্বোচ্চ কম খরচ করার চেষ্টা চলছে।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের