
১৯,০০০ কর্মীকে ছাঁটাই করতে চলেছে আইটি সংস্থা অ্যাকসেঞ্চার পিএলসি । বিশ্বব্যাপী অর্থনৈতিক অবস্থা খারাপের দিকে যাওয়ায় কর্পোরেট ব্যয় হ্রাস করার জন্য এই ছাঁটাই প্রক্রিয়া। গুগল, মেটা, আমাজান, টুইটার, মাইক্রোসফটের পর কর্মী ছাঁটাই করতে চলেছে অ্যাকসেঞ্চার ।
গতকাল মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাংক ২৫ বেসিস পয়েন্ট সুদের হার বাড়ানোর ঘোষণা করে । এই ঘোষণার পরই ১৯ হাজার কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করল অ্যাকসেঞ্চার।
উল্লেখ্য, চলতি সপ্তাহেই ই-কমার্স সংস্থা অ্যামাজন দ্বিতীয় দফায় ৯,০০০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করে। পাশাপাশি কর্মীদের বেতন ৫০ শতাংশ কমাতে চলেছে অ্যামাজন কর্তৃপক্ষ। খরচ কমাতেই বাড়তি কর্মী ছাঁটাই করা হচ্ছে বলে জানিয়েছে অ্যামাজন সিইও। বিগত কয়েক মাসে কর্মী ছাঁটাই করেছে ডেল, ফেসবুক, গুগল, মাইক্রোসফট-সহ একাধিক তথ্য প্রযুক্তি সংস্থা। কিছুদিন আগে আর্থিক ক্ষতি কমাতে দ্বিতীয় ধাপে কর্মী ছাঁটাই ঘোষণা করেছে মেটা। ১০,০০০ কর্মীকে ছাঁটাই করতে চলেছে মেটা কর্তৃপক্ষ।
রেডিওটুডে/এমএমএইচ