বুধবার,

২৪ এপ্রিল ২০২৪,

১০ বৈশাখ ১৪৩১

বুধবার,

২৪ এপ্রিল ২০২৪,

১০ বৈশাখ ১৪৩১

Radio Today News

রানার-আপ রেডিও টুডে’র মোশকায়েত মাশরেক

দাবা দিয়ে ওয়ালটন-ডিআরইউ ইনডোর গেমসের শুভ সূচনা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৭:০৯, ২৩ আগস্ট ২০২১

আপডেট: ০৭:১২, ২৩ আগস্ট ২০২১

Google News
দাবা দিয়ে ওয়ালটন-ডিআরইউ ইনডোর গেমসের শুভ সূচনা

ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির ব্যবস্থাপনায় রোববার (২২ আগস্ট) থেকে শুরু হয়েছে ‘ওয়ালটন-ডিআরইউ ইনডোর গেমস-২০২১’।

উদ্বোধনী দিনে দাবা ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়। এই ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন চেসবিডি ডটকমের মোরসালিন আহমেদ, রানার-আপ হয়েছেন রেডিও টুডের বিশেষ প্রতিবেদক মোশকায়েত মাশরেক এবং তৃতীয় হয়েছেন এশিয়ান টিভির মাহবুব আলম খান বাবু।

দাবা প্রতিযোগিতায় মোট ৩১ জন সদস্য অংশগ্রহণ করেন। তাদের নিয়ে নকআউট ভিত্তিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা পরিচালনা করেন জাতীয় আরবিটার মোহাম্মদ শামীম ও ওমর ফারুক।

এর আগে সকালে সকালে ডিআরইউ’র সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)।

ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মসিউর রহমান খান। এ সময় ডিআরইউ’র কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সোমবার (২৩ আগস্ট) সকাল ১১টায় শুরু হবে কলব্রিজ প্রতিযোগিতা।  
 

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের