শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

Radio Today News

বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষস্থানে ফিরলেন রশিদ খান

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৫:১৬, ৩০ মার্চ ২০২৩

Google News
বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষস্থানে ফিরলেন রশিদ খান

রশিদ খান

বুধবার (২৯ মার্চ) র‌্যাঙ্কিংয়ে সর্বশেষ হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। যেখানে বোলারদের র‌্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে পেছনে ঠেলে শীর্ষস্থানে উঠে এসেছেন আফগান অলরাউন্ডার রশিদ খান। নামের পাশে তার ৭১০ রেটিং পয়েন্ট। ২০১৮ সালে প্রথমবার বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছিলেন তিনি। আর হাসারাঙ্গা ৬৯৫ রেটিং পয়েন্ট নিয়ে নেমে গেছেন একধাপ নিচে।

পাকিস্তানের বিপক্ষে শারজায় ২-১ ব্যবধানে আফগানদের ঐতিহাসিক সিরিজ জয়ে তিন উইকেট শিকার করেন রশিফ। এরই স্বীকৃতিতে হাসারাঙ্গাকে হটিয়ে শীর্ষে এই লেগস্পিনার। এদিকে সবচেয়ে বড় চমক দেখিয়েছেন ফজল হক। কিপটে ও নিয়ন্ত্রিত বোলিংয়ে তিনি ১২ ধাপ উন্নতি করেছেন।

এতে বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৬৯২ রেটিং পয়েন্ট নিয়ে এখন তিন নম্বরে অবস্থান তার। তালিকায় দশের ভেতরে রয়েছেন মুজিব উর রহমান। ৬৬৮ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে তার পজিশন।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের