শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

Radio Today News

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১০:২৭, ৫ জুন ২০২৩

Google News
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা

ফাইল ছবি

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিবের ইনজুরিতে লিটন দাসকে অধিনায়ক করা হয়েছে। সেই স্কোয়াডেও রয়েছে চমক। 

আসন্ন একমাত্র টেস্টের জন্য দলে ডাক পেয়েছেন নতুন দুই ক্রিকেটার। ব্যাটসম্যান শাহাদাত হোসেন দিপু ও পেসার মুশফিক হাসান প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় দলে ডাক পেয়েছেন। 

ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের বিপক্ষে চারদিনের টেস্ট ম্যাচে নজর কেড়েছিলেন অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ব্যাটার শাহাদাত হোসেন দিপু। ২০২১ সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হওয়া দিপু এখন পর্যন্ত ২০ ম্যাচে ১২৬৫ রান করেছেন। দুটি সেঞ্চুরি ও ১০টি হাফ সেঞ্চুরি রয়েছে দীপুর। অন্যদিকে বড় চমক হিসেবে দলে ডাক পেয়েছেন ডানহাতি পেসার মুশফিক হাসান। প্রথম শ্রেণীর ক্রিকেটে মুশফিক ১৩ ম্যাচে নিয়েছেন ৪৯ উইকেট।

এদিকে ইনজুরি কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন টাইগার স্পিডস্টার তাসকিন আহমেদ। এদিকে দীর্ঘ ইনজুরিতে থাকা ওপেনার জাকির হাসানও ফিরেছেন টেস্ট স্কোয়াডে। মিরপুরে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে আগামী ১৪ জুন।

আফগানিস্তান টেস্টে বাংলাদেশ স্কোয়াড: 

লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম, মাহমুদুল হাসান, শাহাদাত হোসেন দীপু, মুশফিক হাসান। 

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের