শুক্রবার,

০৯ মে ২০২৫,

২৬ বৈশাখ ১৪৩২

শুক্রবার,

০৯ মে ২০২৫,

২৬ বৈশাখ ১৪৩২

Radio Today News

আবারও টাইগার ক্রিকেটে ফিরছেন শ্রীধরন শ্রীরাম

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১:৪৮, ২১ সেপ্টেম্বর ২০২৩

Google News
আবারও টাইগার ক্রিকেটে ফিরছেন শ্রীধরন শ্রীরাম

শ্রীধরন শ্রীরাম

ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরাম অস্ট্রেলিয়াতে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অলিখিত কোচ ছিলেন। ভারতের মাটিতে এবার ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ দলের টেকনিক্যাল অ্যাডভাইজার হচ্ছেন তিনি। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বৃহস্পতিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, "বিশ্বকাপের জন্য আমরা তাঁকে নিচ্ছি। তিনি টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে কাজ করবেন।"

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টাইগারদের টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল শ্রীরামকে। তবে টি-টোয়েন্টি দলের সর্বময় ক্ষমতা ছিল এই ভারতীয় কোচের হাতে। সেই সময় ইমপ্যাক্ট ও ইনটেন্ট বিষয়ক আলাপ দিয়ে বেশ সাড়া জাগিয়েছিলেন তিনি। বিশ্বকাপে টাইগাররা আশানুরূপ সাফল্য না পেলেও তার কাজ প্রশংসিত হয়েছিল।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের