
মাশরাফি বিন মুর্তজা
বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে টালমাটাল সময় পার করছে। দল গঠন নিয়ে বিতর্ক, একের পর এক ভিডিওবার্তা আর দুই সিনিয়র ক্রিকেটারদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব ইস্যুতে খুব একটা ভালো অবস্থায় নেই বাংলাদেশের ক্রিকেট। এবার এতসব আলোচনার সঙ্গে যুক্ত হলেন মাশরাফি বিন মর্তুজা।
বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক দেশের ক্রিকেটে বিগত কয়েক দিনের বিভিন্ন গুঞ্জন আর ঘটনা নিয়ে জানালেন তার নিজস্ব মতামত। তার মতে, অধিনায়ক সাকিব তামিম ইকবালের সঙ্গে কথা বলতে পারতো।
নিজের ভেরিফায়েড ফেসবুকে পেইজে প্রকাশিত ভিডিও বার্তায় মাশরাফি বলেন, "সাকিব আরও একটি কথা বলেছে, দলের স্বার্থে যে কাউকে যেকোনো জায়গায় ব্যাটিং করতে হতে পারে। আমার কাছে মনে হয় অধিনায়ক হিসেবে, সাকিব যেহেতু নেতৃত্বই নিয়েছেই। সাকিবই পারতো তামিমকে একটা মেসেজ দিতে বা এক মিনিট ফোনে কথা বলতে যে আমার এই পরিকল্পনা আছে, এটা আমি তোর সঙ্গে পরে আলোচনা করবো।"
রেডিওটুডে নিউজ/এসবি