শুক্রবার,

০৯ মে ২০২৫,

২৬ বৈশাখ ১৪৩২

শুক্রবার,

০৯ মে ২০২৫,

২৬ বৈশাখ ১৪৩২

Radio Today News

আফগানিস্তানের বিপক্ষে হারে তামিমকেই দায়ী করলেন সাকিব

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩:০৫, ২৮ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ০০:১১, ২৯ সেপ্টেম্বর ২০২৩

Google News
আফগানিস্তানের বিপক্ষে হারে তামিমকেই দায়ী করলেন সাকিব

সাকিব আল হাসান

বাংলাদেশ দল ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে অংশ নিতে গতকাল পৌঁছেছে দেশটিতে। এর আগে সাকিব আল হাসান এবং তামিম ইকবাল দ্বন্দ্ব নিয়ে উত্তাল ছিল দেশের ক্রিকেট প্রেমিরা। দল নিয়ে দেশ ছাড়ার আগে অধিনায়ক সাকিব দেশের একটি টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে কথা বলেছেন যাবতীয় সব বিষয় নিয়ে। সেখানে সাকিব বলেন, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করবে।

সেইসাথে সাকিব আল হাসান জানিয়েছেন, এবারের ভারত বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশ। তবে না করলেও হতাশ হবেন না সাকিব।

আবার চলতি বছরের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হার নিয়েও কথা বলেন সাকিব। যে সিরিজে চট্টগ্রামে ঘরের মাঠে টাইগাররা ২-১ ব্যবধানে পরাজিত হয়েছিল। আর এই সিরিজে পরাজয়ের পেছনে বড় কারণ অধিনায়ক তামিম ইকবাল। এমনটা মনে করেন বাংলাদেশ দলের বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান।

সে সময় আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচ শেষে অবসর নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন তামিম। একদিন পর অবশ্য অবসর ভাঙলেও সেই সিরিজ আর খেলেননি তিনি। 

এসময় সাকিব বলেন, "আফগানিস্তানের সঙ্গে সিরিজ হারটা আমি পুরোপুরি একজনকে দায় দেব, অধিনায়ক। এক ম্যাচ পরে আমাদের হাতে আরও দুই ম্যাচ ছিল। আমরা তৃতীয় ম্যাচে ঠিকই কামব্যাক করেছি কিন্তু একটা ম্যাচ সময় লেগেছে আমাদের। সুতরাং এটা আর কারো দায় নয়, পুরো সিরিজটায় দায় একজনের ওপর। বিশ্বের কোথাও অন্তত দেখিনি যে এক ম্যাচ পরেই এরকম অধিনায়ক এসে ইমোশনালি বলে ফেলেন যে আমি ভাই খেলব না আর ক্রিকেট।"

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের