
সাকিব আল হাসান
ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ দল পৌঁছে গেছে দেশটিতে। এর আগে সাকিব আল হাসান এবং তামিম ইকবাল দ্বন্দ্ব নিয়ে উত্তাল ছিল দেশের ক্রিকেট প্রেমিরা। দল নিয়ে দেশ ছাড়ার আগে অধিনায়ক সাকিব দেশের একটি টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে কথা বলেছেন যাবতীয় সব বিষয় নিয়ে।
সাকিবকে নিয়ে মানুষের নানা সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, "আপনি যদি কিছু না করেন তাইলে আপনার সমালোচনা থাকবেনা। আপনি যখন কিছু করতে যাবেন তখনই আপনার সমালোচনাটা হবে।"
রেডিওটুডে নিউজ/এসবি